করোনার সেকেন্ড ওয়েভ, ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে।  ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই নতুন সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন এইমস-এর চিকিৎসকেরাও।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল ডিজিসিএ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।  যে দেশগুলির সঙ্গে এয়ার বাবল এর মাধ্যমে উড়ান চলাচল পূর্ব নির্ধারিত রয়েছে সেগুলিকে ছাড়  দেওয়া হবে। ‘বন্দে ভারত মিশন’ এর আওতায় থাকা দেশের উড়ানগুলির ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে না বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মত দেশগুলিও। তবে সরকারি ছাড়পত্র নিয়ে নির্দিষ্ট যাত্রীরাই ওই বিমানগুলিতে যাত্রা করতে পারবেন। মাত্র নির্দিষ্ট রুটেই বিমানগুলিকে উড়ানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

Previous articleচেন্নাইয়ের বদলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন ধোনিদের
Next article‘টাউকটে’ : আছড়ে পড়তে পারে ঘূর্নিঝড়