Monday, August 25, 2025

মমতার মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে রেশন’-এর ধাঁচে দিল্লিতে চালু হচ্ছে নয়া প্রকল্প

Date:

রাজ্যে দুয়ারে সরকার(duare Sarkar) হলেও নির্বাচনের প্রাক্কালে দুয়ারে রেশন(Duare ration) প্রকল্প চালু করতে পারেননি তৃণমূল সরকার। যদিও তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে জানানো হয়েছে ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবে সরকার। যার ফলে রেশন দোকানের লাইনে আর ভিড় জমাতে হবে না রাজ্যবাসীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই প্রকল্প এবার বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। যার নাম রাখা হয়েছিল ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা(Mukhymantri Ghar Ghar ration Yojana)’। যদিও এই প্রকল্পের নাম নিয়ে কেন্দ্রের সঙ্গে শুরুতে সমস্যা তৈরি হলেও, অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন কোনরকম নাম ছাড়াই দিল্লিতে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।

আগামী ২৫ মার্চ সিমাপুরি এলাকায় ১০০ বাড়িতে রেশন পৌঁছে দিয়ে ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ প্রকল্পের সূচনা করার পরিকল্পনা নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের এই পরিকল্পনায় বাধ সাধে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তর। দিল্লি সরকারকে চিঠি লিখে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়, কেন্দ্রীয় ভর্তুকিযুক্ত কোনও রেশন কোনও রাজ্যের বিশেষ প্রকল্পে বা অন্য কোনও নামে চালু করার অনুমতি দেওয়া যায় না।

আরও পড়ুন:খেজুরির ‘উপদ্রুত’ গ্রামে প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে গেলেন কুণাল

তবে পিছু হটবার পাত্র নন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় সরকারের আপত্তি প্রসঙ্গে তিনি জানান, ‘সম্ভবত ওনাদের মুখ্যমন্ত্রী শব্দে আপত্তি রয়েছে। তবে আমরা নিজেদের প্রচার করার জন্য এই প্রকল্প চালু করছি না। ফলস্বরূপ এই প্রকল্পের কোনো নাম রাখা হবে না। আগামী সোমবার কেবিনেট বৈঠকে হবে এবং তারপর নতুন প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। আশা করছি এবার কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনো রকম আপত্তি তোলা হবে না।’

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version