Friday, November 14, 2025

মাঝে শুধু দুটো দিন। তারপরেই বাংলায় শুরু বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার সন্ধেয় সামনে এলো সি ভোটারের (C Voter) চূড়ান্ত জনমত সমীক্ষা। একই সঙ্গে চূড়ান্ত জনমত সমীক্ষা প্রকাশ করেছে সিএনএক্স-ও (Cnx)। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, শেষ হাসি হাসবে তৃণমূল। অর্থাৎ তাদের চূড়ান্ত সমীক্ষা অনুযায়ী, ক্ষমতায় থাকছে তৃণমূলই (Tmc)। আর সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল-বিজেপির (Bjp) লড়াই হাড্ডাহাড্ডি।

সি ভোটার-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  152-168
বিজেপি- 104-120
বাম+কংগ্রেস+ISF- 18-26
অন্যান্য- 0-2

সিএনএক্স-এর চূড়ান্ত দফা জনমত সমীক্ষা

তৃণমূল-  136-146
বিজেপি-  130-140
বাম+কংগ্রেস+ISF-  14-18
অন্যান্য- 1-3

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিধানসভা ভোটে শতাংশের হার

তৃণমূল-  42%
বিজেপি-  37%
বাম+কংগ্রেস+ISF- 13%
অন্যান্য- 8%

সিএনএক্স-এর জনমত সমীক্ষা অনুযায়ী শতাংশের হার,

তৃণমূল- 40%
বিজেপি- 38%
বাম+কংগ্রেস+ISF- 16%
অন্যান্য- 6%

এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে শতাংশ ভিত্তিতে সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যের শাসকদল এগিয়ে রয়েছে সেখানে আসনের ভিত্তিতে বিজেপিকে সমান সমান জায়গায় নিয়ে যাওয়াটা কতটা বিজ্ঞানসম্মত? তবে এই উদাহরণ অতীতে আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই প্রশ্ন নিয়ে ভোটারদের কাছে গিয়েছিলেন জনমত সমীক্ষকরা। সেখানেও অনেকটাই এগিয়ে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এক্ষেত্রে তাঁর থেকে দূরে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায় – 55%
দিলীপ ঘোষ – 32%
মুকুল রায় – 7%
অধীর চৌধুরী – 1%
সুজন চক্রবর্তী – 1%
অন্য কেউ – 4%

আরও পড়ুন- নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত “নিষ্ক্রিয়” থাকতে হবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

 

বিভিন্ন সংস্থার করা এখনও পর্যন্ত যত জনমত সমীক্ষা প্রকাশ পেয়েছে, তার প্রায় সবগুলিতেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল। এই সমীক্ষা তাদের মনে যথেষ্ট আশা জাগাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, জনমত সমীক্ষা অনেক সময় নাও মিলতে পারে। তাই চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতেই হচ্ছে দোসরা মে পর্যন্ত।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version