নবান্নকে হাসপাতাল বা বৃদ্ধাশ্রম বানানোর ইচ্ছের কথা জানাচ্ছেন বাবুল!

ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঠেলায় পড়ে হয়ে গিয়েছেন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রার্থী। টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (babul supriyo) এবার তাঁর একটি মনোবাসনা প্রকাশ করলেন। যদিও দল হিসাবে এটা বিজেপির (bjp) বক্তব্য বলে এখনও জানা যায়নি। তবে বিজেপি এবার ভোটে প্রতিশ্রুতি দিচ্ছে বাংলায় পালাবদল হয়ে তারা ক্ষমতায় এলে প্রশাসনিক সদর দফতর কলকাতার মহাকরণে নিয়ে আসা হবে, যে বাড়ি ২০১৩ সাল পর্যন্ত প্রশাসনের কেন্দ্র ছিল। আর এবার এক ধাপ এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জানালেন, তাঁর মতে বর্তমান প্রশাসনিক কেন্দ্র নবান্নকে (nabanna) বদলে ফেলা উচিত বৃদ্ধাশ্রম, হাসপাতাল অথবা ছাত্রাবাসে। সেটাই নাকি উচিত কাজ হবে।

তবে বাবুলের এই কথাকে কোনও গুরুত্বই দিতে চান না তৃণমূলের প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি বলেন, বাবুল একটা পাগল। তাঁর কথায় কী এসে যায়! তিনি কি বিজেপির সর্বভারতীয় সভাপতি নাকি যে ওর কথায় গুরুত্ব দিতে হবে? সৌগত রায় বলেন, বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রী থেকে একটা জায়গার বিধায়ক পদপ্রার্থী করে দেওয়া হয়েছে। তাতেই বোঝা যায়, দলে ওঁর অবস্থানটা কোথায়!

আরও পড়ুন- ‘বাংলায় BJP-র সরকার গড়লে আদিবাসীদের বাস-ট্রেনের ভাড়া মকুব করা হবে’, প্রতিশ্রুতি শাহর

Advt

Previous articleসীমান্তে বিজিবি-বিএসএফ ‍‘রিট্রিট সিরিমনি’ ২৬ মার্চ
Next articleপ্রচারে সবাইকে একসঙ্গে লড়াই করার বার্তা লকেটের