Thursday, November 13, 2025

বাঁকুড়ায় একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে জোড়া সভা করলেন রাজনাথ সিং

Date:

মাঝে আর একটা দিন। তারপরই শুরু হবে প্রথম দফার ভোট। আর আজ ভোট প্রচারের শেষ দিনে রাজ্যে ঠাসা কর্মসূচি নিয়ে হাজির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাঁকুড়ায় বৃহস্পতিবার জোড়া সভা করেন তিনি।  বাঁকুড়ার তালড্যাংরার সভায় সিধু-কানহুকে শ্রদ্ধা জানিয়ে সভা শুরু করেন তিনি।  সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে রাজনাথ বঙ্গে বিজেপিকে জেতানোর আর্জি জানান । সভা থেকে তিনি সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলার মাঠে যেমন ছক্কা মারতেন সৌরভ, বঙ্গেও তেমন ছক্কা মারবে বিজেপি।’

বাংলার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন,“বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের কাজের ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। বিধবা ভাতা ৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবং আশাকর্মীদের বেতন বাড়িয়ে ৬ হাজার টাকা করা হবে” মৎস্যজীবীদের স্বার্থে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “প্রতিবছর ৬ হাজার টাকা পাবেন মৎস্যজীবীরা।” এদিন যুবকদের ভোট টানতে ‘স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি’ করার প্রতিশ্রুতি দেন প্রতিরক্ষা মন্ত্রী।
বৃহস্পতিবার বাঁকুড়ার সভা থেকে বাংলার কৃষকদের উদ্দেশে রাজনাথ আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ক্ষমতায় এলে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে বকেয়া টাকাও দিয়ে দেব। শুধু তাই নয় প্রতি বছর মোট ১০ হাজার টাকা করে প্রত্যেক কৃষক বন্ধু পাবেন।”

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version