বিজেপি নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়ে উপাচার্য আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ করতে চাইছেন। এমনটাই অভিযোগ রাজ্যের তৃণমূল নেতৃত্বের। কিন্তু কেন বারবার উপাচার্য, বিদ্যুৎ চক্রবর্তীকে এমন সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে? সম্প্রতি বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিদেশে তোলা উপাচার্যের একটি ছবি সামনে এসেছে। আর তাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কবিগুরুর বিশ্বভারতীকে নিয়ে বেশ কয়েকমাস ধরেই রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। বিধানসভা নির্বাচনের আলোচ্য বিষয় থেকেও বাদ যায়নি এই বিশ্ববিদ্যালয়। কাকে ভোট দিলে ফের বসন্ত উৎসব চালু হবে, খুলে যাবে পৌষমেলা প্রাঙ্গন, তা নিয়েও চলছে জোড় প্রচার। তার মধ্যেই অনির্বাণের সঙ্গে তোলা উপাচার্যের একটি ছবি সামনে এসেছে। তা নিয়েই ফের সরব হয়েছে ঘাসফুল শিবির।

এপ্রসঙ্গ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ছবিটি পুরনো। আমার সঙ্গে বিদেশে দেখা করতে চেয়েছিলেন উপাচার্য। তখন তোলা। উনি আমার বন্ধু’।