Wednesday, November 19, 2025

মিথ ভেঙে চুরমার, অধিকারী গড়েই বাধার মুখে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু

Date:

Share post:

বছরের পর বছর, যুগ যুগ ধরে সমগ্র পূর্ব মেদিনীপুর (East Medinipur) “অধিকারী গড়” বলে পরিচিত। বাম জমানাতেও রাজনৈতিক ভাবে দাপট ছিল শিশির অধিকারীদের (Sishir Adhikary)। কিন্তু গত কয়েক মাসে সেই ছবিটা অনেকটাই বদলে যায়। যখন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। এরপর একে একে তাঁর ছোটভাই গেরুয়া শিবিরে নাম লেখেন। দিব্যেন্দু (Debendu Adhikary) আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে নাম না লেখালেও তিনি বেসুরো। আর বৃত্ততা সম্পূর্ণ হয়, যখন কদিন আগেই শান্তিকুঞ্জের বড়কর্তা শিশির অধিকারী বিজেপির পতাকা তুলে নেন।

আর দলবদলের পর থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে নিজেদের আধিপত্য কমতে থাকে। নন্দীগ্রাম হোক, কাঁথি কিংবা এগরা শুভেন্দু হোন কিংবা শিশির, বাধা-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। “বেইনান”, “গদ্দার”, “মীরজাফর” বিশেষণ শুনতে হচ্ছে তাঁদের। তাহলে কি পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের দাপট বা গ্রহণযোগ্যতা কমছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এরমধ্যেই আজ, শনিবার রাজ্যে প্রথম দফার ভোটের দিন  নিজেদের গড় বলে পরিচিত কাঁথিতে আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে, শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু (Soumendu Adhikary)।অভিযোগ, রাস্তা আটকে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় সৌমেন্দুর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালককেও। অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের সাবাজপুট এলাকায় বাধা পান, বিক্ষোভের মুখে পড়েন সৌমেন্দু অধিকারী। প্রার্থীর নির্বাচনী এজেন্ট হওয়ায় এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছিলেন তিনি। একটি বুথে ঢোকার সময় সাবাজপুট এলাকায় তাঁর পথ আটকায় একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালক গোপাল সিংকে।

সৌমেন্দুর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে বুথ জ্যাম করার খবর পেয়ে সাবাজপুট গিয়েছিলেন তিনি। সেই সময়ই দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এলাকার সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অধিকারীরা। গণ্ডগোল পাকানোর চেষ্টা করায় জনরোষের মুখে পড়তে হয়ে

 

spot_img

Related articles

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...

যাতায়াতের আগে জেনে নিন: ডিসেম্বর-মার্চে ২৪টি ট্রেন বাতিল! প্রকাশ রেলের পূর্ণ তালিকা

জাঁকিয়ে শীতের মরশুম এগিয়ে আসছে। আর সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপটের আশঙ্কা। কমতে থাকা দৃশ্যমানতার কারণে নিরাপদ ও...

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য...