দ্বিতীয় একদিনের ম‍্যাচে হারের কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন প্রসিদ্ধ

শুক্রবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের( England) কাছে হারে ভারতীয়( india) দল। ইংরেজদের কাছে হারের কারণ হিসাবে যেখান বোলারদের কাঠগড়ায় দাড় করান ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli) । সেখানে একেবারে উল্টো পথে হাঁটলেন দলে নতুন যোগ দেওয়া প্রসিদ্ধ কুমার( prasidh krishna)। ম‍্যাচে কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন প্রসিদ্ধ।

এদিন তিনি বলেন,” এটা একেবারে ব্যাটিং উইকেট। এই পিচে বোলারদের জন্য কিছুই নেই। একটু ভুল করলেই বোলারদের খুন হতে হবে! বোলারদের জন্য এই পিচ একেবারে বধ্যভূমি। যদিও হেরে খারাপ লাগছে।”

শুক্রবার ভারতের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন জনি ব্রেস্টো এবং বেন স্টোকস। এদিন বেন স্টোকস, জনি ব্রেস্টোর প্রসংশাও করেন প্রসিদ্ধ। তিনি বলেন,” ওদের আটকানোর জন্য আমরা পরিকল্পনা করেছিলাম। নিজদের উজাড় করে দিয়েছিলাম। কয়েকটা সুযোগ আমাদের কাছেও এসেছিল। কিন্তু সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। তাই ওদের প্রসংশা করতেই হবে।”

আরও পড়ুন:করোনায় আক্রান্ত সচিন তেন্ডুলকর, টুইট করে নিজেই জানালেন তিনি

Advt