Sunday, November 16, 2025

যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে, বাংলার বিজেপি আর বাঙালি’র হাতে নেই৷

কিছু লোক বলতে পারেন এসব কথা চরম প্রাদেশিকতা৷ ভাবলে ভাবতেই পারেন, কিছু যায় আসেনা৷ তবে এসব ছেঁদো কথা বলার আগে উত্তরপ্রদেশ বা গুজরাত- বিজেপি’র শীর্ষ নেতা হিসাবে পাঁচজন বাঙালিকে ঢুকিয়ে এসে মুখ খুলবেন৷ আজ বাংলা গলা তুলে জানতে চায়, বঙ্গ- বিজেপিতে বাঙালি নেতারা কি ক্রমশই ‘বিরল’ প্রজাতি হয়ে উঠছেন ?

হারিয়েই গেলেন?
গত ২৬ মার্চ, শুক্রবার এবং শনিবার, ২৭ মার্চ, পর পর দু’দিন রাজ্যের Chief Electoral Officer-কে দু’টি স্মারকলিপি দিয়েছে বঙ্গ-বিজেপি৷ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে ওই দুই স্মারকলিপিতে৷ বেশ করেছেন৷ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য বা অভিযোগ থাকলে কমিশনকেই তো জানাবে৷

বিষয় এটি নয়৷ ওই দুই স্মারকলিপি’র তলায় কারা কারা সই করেছেন, সেটাই আলোচ্য বিষয়৷ মাথায় রাখতে হবে কমিশনে স্মারকলিপি পেশ করছে পশ্চিমবঙ্গ- বিজেপি৷
২৬ মার্চের স্মারকলিপির তলায় সই করেছেন ৫ জন৷ তাঁরা হলেন,
১) কৈলাস বিজয়বর্গীয়
২) শিশির বাজোরিয়া
৩) অশ্বিনী বৈষ্ণো
৪) ওম পাঠক
৫) অর্জুন সিং৷

২৭ মার্চের স্মারকলিপির তলায় সই করেছেন ৩ জন৷ তাঁরা হলেন,
১) শিশির বাজোরিয়া
২) অর্জুন সিং
৩) অশ্বিনী বৈষ্ণো৷

দু’দিনে মোট ৮জন সই করেছেন৷ ৩ জন ‘কমন’৷ মুখ ৫টি৷ এবং এই ৫ জনের একজনও বাঙালি নন৷ এর পরেই স্বছন্দে প্রশ্ন তোলা যায়, বঙ্গ- বিজেপিতে কি বাঙালি নেতারা শেষ পর্যন্ত হারিয়েই গেলেন? এই আশঙ্কাই তো করা হচ্ছিলো বেশ কিছুদিন ধরে৷ বাংলার শাসন- ক্ষমতা দখল করার দাবি জানাচ্ছে যে দলটি, সেই দলের গুরুত্বপূর্ণ এক প্রতিনিধিদলে একজনও বাঙালি থাকবে না ? বাংলায় যারা বিজেপির কর্মী-সমর্থক-ভোটার, তাদের ৯৫ শতাংশই বাঙালি৷ আর এই ৯৫ শতাংশ বাঙালির প্রতিনিধিত্ব করছেন ৫ জন অ-বাঙালি ? গুজরাত, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে মোদি’জি বা শাহ’জি পারবেন বাঙালিদের দলের মুখ বানাতে ? এই চেষ্টা করলেই ওনারা বুঝবেন কত ধানে কত চাল ৷ কিন্তু বাংলায় সহজেই তা ভাবতে পারছেন, করতেও পারছেন৷ পারছেন এই কারনেই রাজ্য-বিজেপি আসলে ‘ওল্টানো কচ্ছপ’৷ ভিন রাজ্য থেকে কেউ এসে উল্টে দিলে, চলাফেরার ক্ষমতা পায়৷

আরও পড়ুন- বেনজির ভোট প্রচার, আম বিক্রি করে জনসংযোগ করলেন তামিলনাড়ুর এই প্রার্থী

তর্কের খাতিরে যদি ধরা যায়, বাংলার শাসন ক্ষমতায় আসবে বিজেপি, তখনও তো প্রতি পদে এমন ছবিই ধরা পড়বে ?
আরও একবার স্পষ্ট হলো বঙ্গ-বিজেপির ‘বাঙালি’ নেতারা নেহাতই ‘ল্যাম্পপোস্ট’৷ আসল কলকাঠি নাড়েন অবাঙালিরাই৷

সত্যি, বঙ্গ- বিজেপিতে বাঙালি নেতারা হারিয়েই গেলেন৷

আরও পড়ুন- বিজেপি প্রার্থী লকেটকে বিষাক্ত রং ছোঁড়ার অভিযোগ, হারের ভয়ে নাটক বলছে তৃণমূল

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version