Tuesday, August 26, 2025

পুলিশের গুলিতে নিহত ৫ সন্দেহভাজন মাওবাদী

Date:

Share post:

পুলিশের গুলিতে খতম ২ মহিলা সহ ৩ সন্দেহভাজন মাওবাদী। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরলিতে (Gadchiroli) পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর। গড়চিরলি জেলার খোব্রামেন্ধা জঙ্গলে এই সংঘর্ষ হয়। জঙ্গলটি ছত্তিশগড় বর্ডারের কাছে। সংঘর্ষের শেষে মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

গড়চিরলি রেঞ্জ পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সন্দীপ পাটিল বলেছেন, “ওই জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে। এই খবর প্রথম গোয়েন্দা সূত্রে আসে। খবর পেয়ে গড়চিরলি পুলিশের ‘সি ৬০’-র গ্রুপের কমান্ডোরা অভিযান চালান। জঙ্গলের মধ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ সন্দেহভাজন মাওবাদীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। তাতে ২ মহিলা-সহ মোট ৫ মাওবাদীর মৃত্যু হয়েছে।” পাটিল আরও বলেন,”মাওবাদীরা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একটি ৩০৩ রাইফেলের ম্যাগাজিন, কার্তুজ, ৩টি প্রেসার কুকার বোমা, বৈদ্যুতিক তারের বান্ডিল, কয়েকটি সোলার প্লেট এবং প্রচুর পরিমাণে দৈনন্দিন ব্যবহারযোগ্য ওষুধ উদ্ধার হয়েছে।”

আরও পড়ুন-দেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিন’, রাহুল গান্ধীকে প্রস্তাব স্টালিনের

সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) একটি দল শনিবার খোব্রামেন্ধা জঙ্গলে তল্লাশি চালায়। সেখানে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। কিন্তু সেই সময় মাওবাদীরা জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি প্রেসার কুকার বোমা উদ্ধার করে। সোমবার সকালে ফের ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তারপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ সন্দেহভাজন মাওবাদীর।

Advt

spot_img

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...