Tuesday, August 26, 2025

‘ওই গদ্দার ছাড়া সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল,’ নন্দীগ্রামে ফের তোপ মমতার

Date:

Share post:

গতকাল নন্দীগ্রামের(Nandigram) জনসভা করে অধিকারী পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঠাকুরচকের জনসভা থেকে নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের বেইমানির প্রমাণ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনের সময় সমস্ত আন্দোলনকারী এবং সাধারন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তৎকালীন বাম সরকার, শুধু ওই গদ্দার ছাড়া। তার কারণ তলে তলে সিপিএমের গুন্ডাদের সাহায্য করে গিয়েছিল ও।’

দ্বিতীয় দফার মহাযুদ্ধে নজরে এখন নন্দীগ্রাম(Nandigram)। শেষ বেলায় সেখানেই প্রচারে ঝড় তুলতে মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো করেন মমতা বন্দোপাধ্যায়ের এরপর ঠাকুরচকে এক জনসভায় উপস্থিত হয়ে মমতা বলেন, ‘দোষ আমার। যে ছেলেটাকে এতো কিছু দিয়েছি। তার ভাই তার বাবাকে এতো কিছু দিয়েছি, এখন অনেক টাকা হয়ে গেছে আর সেই টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছে।’ পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘নন্দীগ্রামে যখন প্রথম আন্দোলন ছিল কে ছিল আপনাদের পাশে, বাপ-ব্যাটাকে দেখা যায়নি, ১৫ দিন পরে এসেছে।’ পরে গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল শুধু এই গদ্দারবাবুর বিরুদ্ধে দেয়নি। কারণ ওই গদ্দার ডেকে এনেছিল সিপিএমের গুন্ডাদের, পুলিশ ঢুকিয়েছিল নন্দীগ্রামে’।

আরও পড়ুন:মূল রাস্তা ছেড়ে নন্দীগ্রামে চেনা মেঠো পথে মমতা, দীর্ঘ রোড-শোতে উৎসাহী জনতার ঢল

একই সঙ্গে গতকাল বিরুলিয়ায় অশান্তি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির গুন্ডারা ওখানে গুন্ডামি করতে এসেছিল। একটা ছেলের হাত ভেঙে দিয়েছে, আমাদের ছেলেরা গুন্ডাদের বাইক আটকেছে। গুন্ডামি করে কারা যে দেখে জেতার আশা নেই, ম্যাচ শুরুর আগেই হেরে বসে আছে, সবার গুন্ডামির প্রয়োজন পড়ে না।’ তিনি বলেন এই কদিনে আমাদের তিন জন কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। অথচ কোচবিহারে একজন বিজেপি নেতা সুইসাইড করেছিল, তার জন্য ১০ কিলোমিটার মিছিল করল ওরা অথচ আমাদের বিচার হলো না। এছাড়াও রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপিকে ভোট দিলে আপনাকে দেশ ছাড়া হতে হবে, বাইরের গুন্ডারা বাংলা দখল করবে, আর তৃণমূলকে ভোট দিলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে সরকার।’

Advt

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...