Tuesday, November 11, 2025

চিনের ল্যাব নয়, বাদুড় থেকেই করোনা! WHO রিপোর্ট নিয়ে ফের সন্দেহের মেঘ

Date:

গত বছর চিনের উহান থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (coronavirus) ছড়িয়ে পড়ার পরে সন্দেহের আঙুল উঠেছিল চিনের দিকে। আমেরিকা সহ বিশ্বের বহু দেশ অভিযোগ করেছিল, চিনের উহান প্রদেশের একটি ল্যাবরেটরি থেকেই কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই অভিযোগ নাকি সত্যি নয়। এমনই জানাচ্ছে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র তদন্তকারী দলের বক্তব্য, এই মারণ ভাইরাস বাদুড়ের (bat) শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে। সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ জানিয়েছে, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চিনে গিয়ে ভাইরাস নিয়ে গবেষণা চালায় হু-র বিশেষ দল। লক্ষ্যণীয় বিষয় হল, হু-র সঙ্গে সেই গবেষণায় চিনা সরকারও যুক্ত ছিল। গবেষণার রিপোর্ট অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট সংবাদসংস্থা মারফত প্রকাশিত, তাতে বলা হয়েছে চিনের ল্যাবরেটরি থেকে কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে অতি সংক্রামক এই ভাইরাস।

আরও পড়ুন:২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ, কী বললেন তিনি?

তবে এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই সংশয় দানা বেঁধেছে। শুরু থেকেই চিন সরকার করোনার উৎস সংক্রান্ত তদন্তে সহযোগিতা করতে অনীহা দেখিয়েছিল। হু-র আবেদনের ভিত্তিতে পরে তদন্ত চললেও তার সঙ্গে যুক্ত থেকেছে চিনা সরকারও। ফলে এই রিপোর্ট আদৌ কতটা প্রভাবমুক্ত, তা নিয়ে সংশয় থাকছেই। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম জানিয়েছিলেন, চিনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই। সেই সময় হু-কে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার আর্থিক সাহায্যও বন্ধ করে দেয় আমেরিকা। হু-র এই নতুন রিপোর্ট প্রকাশিত হলে ফের নতুন করে বিতর্ক হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলেরই একাংশ।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version