Friday, November 14, 2025

চিনের ল্যাব নয়, বাদুড় থেকেই করোনা! WHO রিপোর্ট নিয়ে ফের সন্দেহের মেঘ

Date:

গত বছর চিনের উহান থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (coronavirus) ছড়িয়ে পড়ার পরে সন্দেহের আঙুল উঠেছিল চিনের দিকে। আমেরিকা সহ বিশ্বের বহু দেশ অভিযোগ করেছিল, চিনের উহান প্রদেশের একটি ল্যাবরেটরি থেকেই কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই অভিযোগ নাকি সত্যি নয়। এমনই জানাচ্ছে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র তদন্তকারী দলের বক্তব্য, এই মারণ ভাইরাস বাদুড়ের (bat) শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে। সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ জানিয়েছে, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চিনে গিয়ে ভাইরাস নিয়ে গবেষণা চালায় হু-র বিশেষ দল। লক্ষ্যণীয় বিষয় হল, হু-র সঙ্গে সেই গবেষণায় চিনা সরকারও যুক্ত ছিল। গবেষণার রিপোর্ট অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট সংবাদসংস্থা মারফত প্রকাশিত, তাতে বলা হয়েছে চিনের ল্যাবরেটরি থেকে কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে অতি সংক্রামক এই ভাইরাস।

আরও পড়ুন:২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ, কী বললেন তিনি?

তবে এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই সংশয় দানা বেঁধেছে। শুরু থেকেই চিন সরকার করোনার উৎস সংক্রান্ত তদন্তে সহযোগিতা করতে অনীহা দেখিয়েছিল। হু-র আবেদনের ভিত্তিতে পরে তদন্ত চললেও তার সঙ্গে যুক্ত থেকেছে চিনা সরকারও। ফলে এই রিপোর্ট আদৌ কতটা প্রভাবমুক্ত, তা নিয়ে সংশয় থাকছেই। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম জানিয়েছিলেন, চিনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই। সেই সময় হু-কে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার আর্থিক সাহায্যও বন্ধ করে দেয় আমেরিকা। হু-র এই নতুন রিপোর্ট প্রকাশিত হলে ফের নতুন করে বিতর্ক হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলেরই একাংশ।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version