হামলার জেরে ওয়াই প্লাস নিরাপত্তা ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা’র

হামলার জেরে ওয়াই প্লাস নিরাপত্তা পেলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা।

মঙ্গলবার প্রচারের সময়ই  তাঁর উপর হামলা হয়৷ আর এরপরই জাতীয় স্তরের ক্রিকেটার তথা বিজেপি প্রার্থী অশোক দিন্দার (Ashok Dinda) নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। জানা গিয়েছে, ওয়াই প্লাস নিরাপত্তা (Y-plus) পেয়েছেন অশোক দিন্দা৷ এই ক্যাটেগরিতে দিন্দার হোম প্রোটেকশন থাকবে, থাকছে ক্লোজ প্রোটেকশন’ও। এর অর্থ, বিজেপি’র এই প্রাথীর তাঁর বাড়িতে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি, সর্ব ক্ষণ সঙ্গে থাকবেন ২০ জন CRPF জওয়ান। আগামীদিনে ফের যাতে এমন ঘটনার দিন্দাকে পড়তে না হয়, সে জন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত৷

মঙ্গলবারের ঘটনার পর দিন্দার সঙ্গে কথা বলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তখনই দিন্দাকে জানানো হয়, বুধবার থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি। এদিকে অশোক দিন্দা অভিযোগ করেছেন, “বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে এই হামলা চালিয়েছে তৃণমূল। এই পুরোপুরি পূর্ব পরিকল্পিত৷” তিনি বলেছেন, যে পরিকল্পনায় হামলা চালানো হয়েছিল, বরাত জোরে বেঁচে গিয়েছি৷

Advt

Previous article‘লাল ফিরছে, বুঝে রং খেলবেন’, লাল আবির মেখে বার্তা খরাজের
Next articleআইপিএলে ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে পুজারা