নজিরবিহীন নিরাপত্তা নন্দীগ্রামে, নামানো হল ২২ কোম্পানি সেনা

এই মুহূর্তে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম। তাই নিরাপত্তা এবং গুরুত্ব দুদিক থেকেই এই কেন্দ্রের দিকে নির্বাচন কমিশনের বাড়তি নজর রয়েছে । ভোটের এখনো ৩৬ ঘন্টা বাকি। কিন্তু এখন থেকেই গোটা নন্দীগ্রামকে কড়া সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি অর্থাৎ ২২০০ আধাসেনা। অর্থাৎ সতর্কতায় কোনও খামতি রাখা হবে না।

জানা গিয়েছে, ২২ কোম্পানি সেনার পাশাপাশি এই কেন্দ্রে ২২ টি কুইক রেসপন্স টিমও মোতায়েন করছে নির্বাচন কমিশন। এলাকাজুড়ে নাকা চেকিং ও পুলিশি টহল শুরু হয়ে গিয়েছে সকাল । থেকেই। একই সঙ্গে প্রতিটি জায়গায় নির্বাচনী আধিকারীকদের থাকতে বলা হয়েছে । এলাকার প্রতিটি ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে প্রশাসন ও পর্যবেক্ষকদের। যাতে কোথাও কোনও সমস্যা হলে সেখানে ছুটে যাওয়া যায়। পাশাপাশি সেনার একটি টিমকেও তৈরি থাকতে বলা হয়েছে। যাতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। নন্দীগ্রামের পাশপাশি পূর্ব মেদিনীপুরের আরও ৮ টি এবং গোটা রাজ্যের আরও ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে।

Advt

Previous articleভোট প্রচারে আজ শহরে নাড্ডা, থাকছেন স্মৃতিও
Next articleমমতাকে আঘাত করতে পারে অধিকারীঘনিষ্ঠ আরমান ভোলা, খবর ছিল পুলিশে