ভোট প্রচারে আজ শহরে নাড্ডা, থাকছেন স্মৃতিও

দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার(election campaign) পর্ব শেষ হয়েছে গতকাল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের চার জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ। তার আগে বুধবার ফের শহরে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। তৃতীয় দফার নির্বাচনকে নজরে রেখে বুধবার হুগলি ও হাওড়া জেলায় ভোট প্রচার করবেন তিনি। পাশাপাশি রাজ্যে আজ চারটি জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)।

আরও পড়ুন:স্ট্র্যান্ড রোডে জ্বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড অফিস, এলাকায় আতঙ্ক

বিজেপি সূত্রে খবর, বুধবার ধনিয়াখালি ময়দানে জনসভা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। এরপর দুপুর ১ টা নাগাদ মসিনান থেকে একটি রোড শো রয়েছে তার। দুপুর ২.৩০ নাগাদ হাওড়ার লিলুয়াতে রয়েছে জনসভা। সেখান থেকে ৩.৪০ নাগাদ বেলুড় মঠ দর্শনে যাবেন নাড্ডা। তৃতীয় দফা নির্বাচনের লক্ষ্যে সারাদিন ভোটের প্রচার করার পর তৃতীয় দফা নির্বাচনের পূর্বে প্রস্তুতিপর্ব কেমন তা খতিয়ে দেখতে বিকেল ৪.৪০ নাগাদ ইছাপুরের একটি দলীয় বৈঠক করবেন তিনি।

Advt