২১ এর বিধানসভা নির্বাচনের বৃহস্পতিবার ‘হাইভোল্টেজ’ ভোটগ্রহণ। একদিকে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay), অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দুপক্ষের লড়াইয়ের ময়দানে অশান্ত নন্দীগ্রাম। সকাল থেকেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে কেশপুর।
অন্যদিকে, কালীচরণপুর ও সোনাচূড়া গ্রামেও বোমাবাজি হয়। সেইসঙ্গে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু ও তৃণমূল বুথ এজেন্টদের বুথে না ঢুকতে দেওয়ার অভিযোগ। এইসব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট অন্যান্য জায়গায় সুষ্ঠুভাবে হলেও ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের মাটিতে।