Tuesday, November 11, 2025

শুরু হয়ে গেল দ্বিতীয় দফার ভোটগ্রহণ, বিশ্বের নজর নন্দীগ্রামে

Date:

Share post:

ঠিক সকাল সাতটায় শুরু হয়ে গেল বিধানসভা (West Bengal assembly election 2021) নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ (2nd fase started)। আজ ৪ জেলার মোট ৩০টি কেন্দ্রে (4 district 30 constituency) ভোটগ্রহণ। আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তবে সবথেকে নজরকাড়া এবং হাইভোল্টেজ কেন্দ্র হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। কারন এই কেন্দ্রেই মুখোমুখি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। এই হাই ভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিরাপত্তার আয়োজনও তুঙ্গে। এই কেন্দ্রেই কার্যত নজর রাজ্য তথা গোটা দেশের। সঙ্গে গোটা বিশ্বের।

সকালে ভোট দিতে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বাইকে চেপে শুভেন্দু অধিকারী ভোট দিতে গেলেন। এর আগে তিনি তমলুকে ভোট দিতেন। এই প্রথমবার শুভেন্দু নন্দীগ্রামের ভোটার হিসাবে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ‘বহিরাগত’ বলে ব্যঙ্গ করে নিজেকে ‘ভূমিপুত্র’ বলে দাবি করেছেন শুভেন্দু। তাই রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ তাঁর এই ভোটার হওয়া। অন্যদিকে তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বা সংযুক্ত মোর্চার তরফে বাম প্রার্থী মীনাক্ষ্মী মুখোপাধ্যায় কেউই এই কেন্দ্রের ভোটার নন।

আজকের এই দ্বিতীয় দফায় তারকা প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপির অশোক দিন্দা ও অভিনেতা হিরণ। রয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রেও রয়েছে বিশেষ নজর। কারন সেখানে সম্মুখসমরে দুই প্রাক্তন আইপিএস। বিজেপির ভারতী ঘোষ ও তৃণমূলের হুমায়ুন কবীর।

প্রথম দফার পর দ্বিতীয় দফার আগেও বাংলায় টুইট করে ভোট দানের আর্জি জানালেন নরেন্দ্র মোদী। রেকর্ড সংখ্যায় ভোট দান করার আর্জি জানিয়েছেন তিনি। এ দিকে বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোটের দিনই রাজ্যে প্রচারে আসছেন তিনি।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...