দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন সুপারস্টার রজনীকান্ত

দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ‘থালাইভা’। রজনীকান্তকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লেখেন, ‘বহু প্রজন্মের বিখ্যাত, বিভিন্ন ভূমিকায় অভিনীত স্থায়ী ব্যক্তিত্ব রজনীকান্ত জি-কে অভিনন্দন।’

বৃহস্পতিবার প্রকাশ জাভড়েকর ট্যুইটারে লেখেন, ‘আমি ভীষণ খুশি হয়ে জানাচ্ছি যে ২০২০ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত জি। প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার হিসাবে ওনার অবদান চিরকাল মনে রাখা হবে।’এই পুরষ্কার পাওয়া দ্বাদশ ব্যক্তি তিনি।

আরও পড়ুন-ইমরান সরকারের বড় সিদ্ধান্ত, ভারত থেকে তুলো ও সুতো আমদানির অনুমতি

২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।দিন কয়েক আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সামনে এলেও নাম ছিল না দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম। অবশেষে রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে সম্মানের সঙ্গে ভূষিত করবার কথা জানাল কেন্দ্র।

সম্প্রতি রাজনীতিতে যোগদান নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনীকান্তকে ঘিরে। কিন্তু ট্যুইটারে তিনি জানিয়ে দেন, এখন রাজনীতিতে যোগদান করা তাঁর পক্ষে সম্ভব নয়। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি নতুন বছরে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তাঁর যে ঘোষণার পরই তুমুল সাড়া পড়েছিল তাঁর ভক্তদের মধ্যে। ডিসেম্বরের ৩ তারিখ কার্যত রণংদেহী মেজাজে রাজনৈতিক ভূমিতে নামার অঙ্গিত দিয়ে রজনীকান্ত বলেছিলেন, ‘হয় এখন নয়তো কখনোই নয়।’

Advt

Previous articleছেলেকে প্রাণনাশের হুমকি, হাউ হাউ করে কাঁদছেন নন্দীগ্রামে তৃণমূল এজেন্টের মা!
Next articleদ্বিতীয় দফায় নজরে তারকা প্রার্থীরা: বুথে ঘুরছেন হিরণ-সায়ন্তিকা-সোহম