ফের নতুন সদস্যর আগমন! যাকে কেন্দ্র করে খুশির জোয়ারে ভাসছে আলিপুর চিড়িয়াখানা। গত ২৬ মার্চ জন্ম নিয়েছে এক কন্যা জেব্রা শাবক। তবে এতদিন মা ও শাবককে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজ, শুক্রবার সকালেই তাদের এনক্লোজারে নিয়ে আসা হয়। এই নিয়ে চিড়িয়াখানাটিতে জেব্রার সংখ্যা দাঁড়াল ৭। যদিও ‘দ্যুতি’ নামক জেব্রার এই সদ্যজাতের এখনও নামকরণ হয়নি।

উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি জন্ম নিয়েছিল একটি জেব্রা শাবক। আর সেটিও কন্যা শাবক ছিল। ভ্যালেন্টাইন্স ডে’র দিন জন্মগ্রহণ করেছিল বলেই তার নাম দেওয়া হয়েছিল ভ্যালেন্টিনা। এবার নতুন অথিতির কী নামকরণ হয় সেদিকেই নজর পশুপ্রেমীদের।
আরও পড়ুন- বয়াল-কাণ্ডে নির্বাচন কমিশনের ‘ক্লিন- চিট মমতাকে
