Thursday, November 13, 2025

৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকার ঋণ রয়েছে, হলফনামায় জানালেন শ্রাবন্তী

Date:

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১০ এপ্রিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন।

এই মুহূর্তে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে ১ লক্ষ টাকা। এইচডিএফসি-র ২ টি শাখা মিলিয়ে ব্যাঙ্কে রয়েছে যথাক্রমে ১ কোটি ১০ লক্ষ ৬১ হাজার ৫৫১ টাকা এবং ৫০ হাজার টাকা। ৭ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। ১০ লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্স রয়েছে।

আরও পড়ুন-সিঙ্গুরে জমি ফেরত দিয়ে কথা রেখেছেন মমতা: জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

শ্রাবন্তীর ২ টি গাড়ি রয়েছে। একটি অডি কিউ ৭ এবং অন্যটি মারুতি ব্যালেনো। অডির দাম ৫৩ লক্ষ ২১ হাজার ১৬৮ টাকা এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লক্ষ ৮৬ হাজার ২৫০ টাকা। হলফনামা অনুযায়ী সোনার গয়নার বাজার মূল্য ২৯ লক্ষ ৭২ হাজার ২০০ টাকার। তাঁর কাছে হিরে রয়েছে ২০ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকার এবং ১২ লক্ষ ১৮ হাজার ৮২০ টাকার প্ল্যাটিনামের গয়না রয়েছে তাঁর। এর বাইরে ১ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকার একটি হাতঘড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

শুধু অস্থাবর সম্পত্তি নয় রয়েছে স্থাবর সম্পত্তিও। দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স-এ ৬ বিঘা ১০ কাঠার একটি চাষের জমি রয়েছে। ২০১৭ সালে জমিটি কিনেছিলেন তিনি। তাঁর বর্তমান বাজার দর ৮ লক্ষ টাকা। পর্ণশ্রীতে ১২৭১ বর্গ ফুট এবং ২২০০ বর্গ ফুটের ২ টি ফ্ল্যাট রয়েছে। ১২৭১ বর্গ ফুটের ওই ফ্ল্যাটের দাম এখন ৪০ লক্ষ টাকা এবং ২২০০ বর্গ ফুটের ফ্ল্যাটের দাম ১ কোটি ৪০ লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৮ লাখ টাকা। শ্রাবন্তীর একটি মাত্র ঋণ রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৩৮ লক্ষ ১২ হাজার ৪৫৬ টাকার গাড়ি ঋণ নিয়েছিলেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version