Saturday, January 10, 2026

মুর্শিদাবাদে গুলি, ভাঙড়ে হাতাহাতি, নন্দীগ্রামে ভাঙচুর! রাজনৈতিক সংঘর্ষে বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন?

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে (Assembly Election)
ইতিমধ্যেই দু’দফায় ভোট গ্রহণ সাঙ্গ হয়েছে। এখনও বাকি ৬ দফা। তার মধ্যেই রাজনৈতিক উত্তাপ (Political Tension) আরও বাড়ছে। গুলি, বোমা, মারপিট-সহ রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর (CRPF) ভূমিকা নিয়ে। ভোটের দিনগুলিতে অতিসক্রিয়তা দেখালেও অন্য সময় বাহিনীর নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠছে। নির্বাচন কমিশনের (EC) ভূমিকাও প্রশ্নের মুখে।

দলীয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জরালো তৃণমূল (TMC) ও ISF. অভিযোগ, আইএসএফ-কে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar) বিধানসভা কেএলসি থানার বামনঘাটা এলাকায়।

আইএসএফ কর্মী-সমর্থকদের দাবি, তাঁরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন, তখন একদল তৃণমূল কর্মী এসে তাঁদের পতাকা লাগাতে বাঁধা দেন। শুরু হয় বচসা। সেখান থেকে হাতাহাতি। ISF কর্মীদের একাধিক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। কেএলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তৃণমূলের পাল্টা দাবি, গণ্ডগোল শুরু করেছে
ISF. মিথ্যা অভিযোগ করে শান্ত ভাঙড়কে অশান্ত করছে আব্বাস সিদ্দিকির ছেলেরা।

অন্যদিকে, কংগ্রেস (Congress) কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে (Murshidabad)। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান ওই কংগ্রেস কর্মী। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কান্দি লোহাপোটি এলাকায়।

কংগ্রেসের দাবি, চঞ্চল বারিক নামে ওই কর্মী দেওয়াল লিখনের কাজ করছিলেন। তখনই হঠাৎ কিছু দুস্কৃতী এসে প্রথমে মারধর শুরু করে তাঁকে। এরপর চঞ্চলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় কান্দি থানার বিক্ষোভ দেখায় কংগ্রেস।

কান্দি বাজারে আলুপট্টি এলাকায় এক বিজেপি (BJP) সমর্থকের দোকানেও তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। যদিও দুটি ঘটনাই অস্বীকার করেছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, কংগ্রেস ও বিজেপির দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এমন ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। তৃণমূলকে বদনাম করার জন্যই এসব করছে কংগ্রেস ও বিজেপি।

এদিকে, নন্দীগ্রামে (Nandigram) ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। বোয়াল, গোকুলনগরে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের ভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় প্রথমে। সেটাকে প্রতিহত করেছেন গ্রামবাসীরা।

তবে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো এই ঘটনার জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ বাহিনী। রাজনৈতিক সংঘর্ষ রুখতেও সচেষ্ট নয় তারা, এমনটাই অভিযোগ উঠছে রাজ্যজুড়ে।

Advt

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...