Wednesday, May 7, 2025

একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, ফের মুখ্যমন্ত্রী হলে আরও উন্নয়ন হবে: জয়া

Date:

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দূত হয়ে তিনি এসেছেন বাংলায়। তৃণমূলের হয়ে প্রচার করবেন। আর এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বহিরাগতের তকমা এক মুহূর্তে ঝেড়ে ফেললেন জয়া বচ্চন (Jaya Bacchan)। বললেন, “আমার নাম জয়া বচ্চন। তার আগের নাম জয়া ভাদুড়ি। বাবার নাম তরুণকুমার ভাদুড়ি (Tarunkumar Bhaduri)। আমরা প্রবাসী বাঙালি; তবে বাঙালি”। এই ভাবে শুরু করে তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ভূয়সী প্রশংসা করলেন সমাজবাদী পার্টির সাংসদ।

তিনি বলেন, “মমতাজির জন্য অনেক সম্মান-ভালবাসা। একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করছেন। ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে চলছেন”।

জয়া বচ্চনের প্রচারে আসার খবরে গেরুয়া শিবির বলেছিল, “উনি তো অভিনেত্রী”। তার জবাব দিয়েছেন জয়া। বলেছেন, “এখানে অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদব আমাকে তৃণমূলকে সমর্থন জানাতে প্রচারের জন্য পাঠিয়েছেন”। তার জন্য অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যি মেয়ে।

স্পষ্ট ভাষায় জয়া জানিয়েছেন, “আমার ধর্ম আমার থেকে ছিনিয়ে নেবে না, আমার গণতন্ত্র আমার থেকে ছিনিয়ে নেবে না”। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানিয়েছেন জয়া। তিনি বলেন, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে বেশি সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে এখানে আরো আরো উন্নয়ন হবে। “মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।”

তৃণমূলের হয়ে প্রচারের জন্য তিনদিন বাংলায় থাকবেন জয়া বচ্চন। প্রথম দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মত স্পষ্ট করে দেন তিনি। সোমবার তৃণমূল ভবনে তাঁকে সম্বর্ধনা দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু (Purnendu Basu) । উপস্থিত ছিলেন দোলা সেনও (Dola Sen)।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version