Monday, August 25, 2025

বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে, কটাক্ষ মমতার

Date:

সোমবার হুগলির চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,বিজেপি প্রার্থী পায়নি তাই লকেটকে দাঁড় করিয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে ‘চোরেদের দল’ বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে।’

এদিন মমতা বলেন,”BJP-র লোক নেই, তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তি কলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওঁদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার, জন্য, দলের জন্য দাঁড়িয়েছে।’

আরও পড়ুন-ফাঁকা মাঠের লজ্জা! শ্রীরামপুরের জনসভা বাতিল করলেন জেপি নাড্ডা

ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ শানিয়ে মমতা এদিন বলেন, ‘BJP চোরেদের দল। স্থানীয়দের কাউকে দাঁড় করাওনি ভোটে। BJP স্থানীয় লোকেদের সম্মান করে না। BJP দলের হয়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম।’ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, ‘রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে ওর জিভ ক্ষয় হবে। ভ্যাঙাতে দিন, গালাগলি দিতে দিন। আমি তো নিজে জানি আমি কী। বাংলার সকলে আমায় ভালোবাসেন। সুকমায় কত জওয়ান মারা গিয়েছেন। দেশকে দেখছে না। বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে বসে আছে। চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা পরিবারকে বিনামূল্য গ্যাস দিন।’

এদিন মমতা আরও বলেন, ‘গুজরাটিরা বাংলা শাসন করবে না’। রাজ্যে কেন ৮ দফায় নির্বাচন সে নিয়ে আবরও এদিন সরব হন মমতা। তিনি বলেন, ‘BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্চে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ সোমবার তিনি আরও বলেন,”বাংলার দুটো গদ্দার বিজেপিকে দিয়ে রাজ্য শাসন করাবে? আমি থাকতে সেটা হবে না।” এছাড়াও মমতা এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ডানকুনি থেকে রঘুনাথপুর জঙ্গলমহল সুন্দরী শিল্প তালুক হবে।”

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version