Wednesday, August 27, 2025

রাজ্যে তৃতীয় দফার নির্বাচন চলাকালীন ফের একবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দুটি জনসভা ছিল মোদির। যার প্রথমটি ছিল কোচবিহারের রাসমেলা ময়দানে। সেখান থেকে শাসক দল তৃণমূলকে একদফা আক্রমণের পর বিকেলে হাওড়ার ডুমুরজলার জনসভা থেকে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদি। এদিনের জনসভা থেকে যদি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন শাসন রাজ করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। এটাই তো আসল পরিবর্তন। ২ মের পর বিজেপির যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে তা এই পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ।’ সরাসরি তৃণমূলকে নিশানায় নেন নরেন্দ্র মোদি।

তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘বাংলায় দুর্নীতি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। যে এমএসএমই বাংলার গর্ব ছিল, তার কী হাল হয়েছে। জুট, ব্যামিন্টনের শাটলকক, এমন অনেক সরঞ্জামের চাহিদা বেড়েছে। কিন্তু এরাজ্যে তালা। তার একটাই কারণ। বাংলায় বহু বছরের কুশাসন। দিদির সরকারের দুর্নীতি। আজও যা কালও তা। দিদি বাংলার সঙ্গে যা করেছেন সেই সত্যি সামনে এসেছে।’

আরও পড়ুন:উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নিজের ভোট নিজে দিন, বার্তা রাহুল- প্রিয়াঙ্কার

পাশাপাশি হাওড়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘বাংলা পুরো দুনিয়ায় ভারতের পরিচিতির প্রতীক। হাওড়া ব্রিজ কানেক্টিভিটির প্রতীক। কিন্তু দুর্নীতি হাওড়াকে শুধু দুর্দশা দিয়েছে। বিল্ডিং প্ল্যান, পাওয়ার কানেকনশন, কাটমানি, তোলাবাজি। ইলেকশন না করিয়ে লোকাল সিভিক বডিতে দুর্নীতি। নিউটাউন থেকে কীভাবে সিন্ডিকেট ব্যবসা চালু হল তা আজ চর্চার বিষয়। রাস্তা জলে ভরে থাকে আর ঘরে জল আসে না। দূষিত জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়। এই সমস্ত কিছুর পরিবর্তন দরকার।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে যদি বলেন, ‘দিদি বাংলার মানুষদের ত্রস্ত করে রেখেছেন। বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। বাংলায় ভাবুক আবেগপ্রবণ লোক আছেন। আপনি বাংলার মানুষের মন ভেঙে দিয়েছেন। দিদি মনে রাখবেন, পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। কয়লা ধুলে ময়লা যায় না।’

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version