Monday, August 25, 2025

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা! দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর

Date:

রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন(third phase election)। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল আরামবাগ কেন্দ্রে(Arambagh constituency)। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের(Sujata Mondal) উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রার্থীর ওপর হামলা হলেও এলাকায় দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে(Central force)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার নির্বাচন শুরু হওয়ার পরপরই সুজাতা অভিযোগ করেছিলেন, ‘কিছু এলাকায় পরিস্থিতি ঠিক আছে। কিন্তু যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে তৃণমূলে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। আরান্দিতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে।’ এরপরই আরান্দির পরিস্থিতি খতিয়ে দেখতে সেই এলাকায় যান সুজাতা। সেখানেই বিজেপি কর্মীদের ঘেরাও ও হামলার মুখে পড়েন তিনি। তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও এই ঘটনা চলাকালীন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাদের দেখা যায়নি। চোখে পড়েছে কয়েকজন মাত্র রাজ্য পুলিশকে। যদিও অকুতোভয় সুজাতা হামলার মুখে পড়েও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোরা বদমাইশি করছিস! বেরিয়ে আয়, লুকিয়ে পড়েছিস কেন, সামনে আয়!’ সুজাতার রুদ্রমূর্তিতে তখন পিছু হটতে শুরু করে বিজেপি কর্মীরা। এরপরই অবশ্য সুজাতা বলেন, ‘আমি একলা মেয়ে বলে আমার উপর হামলা চালিয়েছে বিজেপি। আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরেছে। কিন্তু আমি দেখে নেব বিজেপিকে। আরামবাগে আমিই জিতব।’

আরও পড়ুন:সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ক্যানিং-মগরাহাটে

পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা অভিযোগ করেন, ‘তৃণমূল এজেন্টের বাড়িতে সাদা থান পাঠাচ্ছে বিজেপি। বলা হচ্ছে স্বামী এজেন্ট হিসেবে বুথে বসলে এই শাড়ি পড়তে হবে। তৃণমূল এজেন্টের বাড়িতে হামলা করা হচ্ছে। ভাঙচুর চলছে। এটাই ওদের কালচার।’

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version