Sunday, August 24, 2025

রাজীবকে সঙ্গে নিয়ে রিকশাচালক শিশিরের বাড়ি মধ্যাহ্নভোজ সারলেন শাহ

Date:

একটানা মধ্যাহ্নভোজের রাজনীতি একঘেয়ে হয়ে যাওয়ায় মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন নাড্ডা-শাহরা। অবসর কাটিয়ে ফের শুরু হলো অমিত শাহের(Amit Shah) মধ্যাহ্নভোজের রাজনীতি। বুধবার ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে এসে রিকশাচালক শিশির সানার(Shishir Shana) বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহ। তার সঙ্গে ছিলেন প্রাক্তন বনমন্ত্রী তথা ডোমজুড়ের দলবদলু বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajiv Banerjee)।

পেশায় ভ্যানরিকশাচালক ডোমজুড়ের চামরাইল গ্রামের বাসিন্দা শিশির। পরিবারের সদস্য বলতে তিনি ও তার মা সুমিত্রা সানা। রিকশা চালিয়ে এই পরিবারের দৈনিক আয় ১৫০ থেকে ২০০ টাকা। এহেন শিশিরের বাড়িতেই বুধবার ঘটল অমিত শাহের আগমন। স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়নের সমস্ত রকম ব্যবস্থা করা হয় ওই পরিবারের তরফে। তাদের সহযোগিতা করে পাড়া-প্রতিবেশীরাও। স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজীব-সহ মোট পাঁচ জন অতিথি মধ্যাহ্নভোজ সারেন শিশিরের বাড়িতে। মেনুতে ছিল জন্য রুটি, ভাত, লালশাক ভাজা, সবজি ডাল, আলু-ঢেঁড়স ভাজা, এঁচড়ের তরকারি, পটল পোস্ত, আমের চাটনি, পাঁপড় ভাজা।

আরও পড়ুন:বিজেপি ‘অশান্তি’ আনবে! দিন্দার টুইটে নেটিজেনদের কটাক্ষ, ‘সত্যিটাই বলেছেন’

মধ্যাহ্নভোজের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ দাবি করেন, তিন দফায় মোট ৬০ টিরও বেশি আসন পাবে বিজেপি। পাশাপাশি এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ডোমজুড়ে রোড শো করতে দেখা যায় অমিত শাহকে। ডোমজুড় রোড শোর পর হাওড়াতে এবং বেহালা পূর্বে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে আরো দুটি রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version