Tuesday, May 6, 2025

ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে! ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩৬

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কোভিড (Covid 19) পরিস্থিতি। দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। ভারতে (India) দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার পর এই নিয়ে দ্বিতীয় দিন কোভিডে আক্রান্তের সংখ্যা পেরোলো ১ লাখের গণ্ডি। নীতি আয়োগের (Niti Ayog) সদস্য ডা. ভি কে পাল জানিয়েছেন, বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ। অতীতে যে হারে সংক্রমণ ছড়িয়েছে, তার থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে এবার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩৬। একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। এই মুহূর্তে সস্ক্রিয় রোগীর সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৪৭৩।

মঙ্গলবার নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পাল বলেছেন, দ্রুতগতিতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। অতীতে যে হারে সংক্রমণ ছড়িয়েছে, তার থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে এবার। তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ। সকলে মিলেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

আরও পড়ুন-ফেসবুক প্রতিষ্ঠাতা জুকেরবার্গের ব্যক্তিগত তথ্য ফাঁস নেটদুনিয়ায়, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত?

কোভিড পরিস্থিতি নিয়ে ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এরইমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক করে বলা হয়েছে, ‘আগামী ৪ সপ্তাহে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে চলেছে।’ দেশজুড়ে চলছে করোনা টিকাকরণ। তার মধ্যেই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিন নেওয়ার পরও করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার এবং দূরত্ব বিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্ত সংখ্যা ৫৫ হাজার। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৭ লাখ ৯২ হাজার ১৩৫ জন। এদিকে, এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন মোট ৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৪৭৪ জন।

Advt

spot_img

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...