অন্য মাঠে এবার বিপক্ষকে ছিন্নভিন্ন করতে নেমেছেন ‘জোড়া ফলা’ বিদেশ-মানস

ফুটবল মাঠে যে জোড়া ফলায় দশকের পর দশক বিদ্ধ হয়েছে বিপক্ষ দল, সমৃদ্ধ হয়েছে ভারতীয় ফুটবল, সেই দুই ফলা এবার অন্য ময়দানে৷

রাজনীতির ময়দানে এবার তৃণমূলের জার্সিতে বিজেপি- সহ অন্য বিরোধীদের ছিন্নভিন্ন করার খেলায় নেমেছেন ময়দানের জোড়া-ফলা মানস-বিদেশ ( Manas Bhattacherjee- Bidesh Basu)৷

ময়দানে একসঙ্গে উচ্চারিত হওয়া দু’টি নাম৷ প্রায় তিন দশকের কিংবদন্তি হওয়া জুটি, মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷ একুশের নির্বাচনে ওই জুটির অন্যতম বিদেশ বসুকে এবার উলুবেড়িয়া- পূর্ব কেন্দ্রে দলের প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আর প্রায় তখন থেকেই ওই কেন্দ্রেই ঘাঁটি গেড়েছেন মানস ভট্টাচার্য৷ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, পদযাত্রা, সভা, প্রচার বিদেশ বসুর সঙ্গী মানস ভট্টাচার্য৷ মানস এমনিতেই সুবক্তা, ফুটবলের নিয়মিত ধারাভাষ্যকার৷ উলুবেড়িয়া-পূর্বের পথে প্রান্তরে মানস বলছেন, “বাংলা আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ আজ বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আহ্বান জানাবেন, না’কি বাংলার মেয়ের হাতেই বাঙালির ভবিষ্যতের ভার তুলে দেবেন”৷ মানস বলছেন, “সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ দৃষ্টি রয়েছে৷ সেই কারনেই ভারতের অন্যতম সেরা ফুটবলারকে উলুবেড়িয়া-পূর্বের বাসিন্দাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার সুযোগ দিয়েছেন৷”

মানস ভট্টাচার্য একশো শতাংশ নিশ্চিত অভিন্নহৃদয় বিদেশ বসু এবার নতুন ভূমিকায় সফল হবেই৷ চতুর্থ দফায় আগামী ১০ এপ্রিল, উলুবেড়িয়া-পূর্বের ভোট৷ শুধুই বিদেশ বসুর জন্য নয়, মানস সভা করছেন বাংলা তথা ভারতের ক্রিকেটের অন্যতম নক্ষত্র মনোজ তিওয়ারির (Manoj Tewari) জন্যও৷ শিবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মনোজ৷ সেখানেও একাধিক সভা করছেন মানস ভট্টাচার্য, লক্ষ্য একটাই, তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা ও বাঙালির ভবিষ্যৎ-ভার তুলে দেওয়া৷

আরও পড়ুন: দিল্লির পর এবার পাঞ্জাবেও জারি নাইট কার্ফু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

 

Advt

Previous articleপন্থের নেতৃত্ব দেখতে মুখিয়ে কপিল দেব
Next articleফের শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এবার পুড়ে ছাই গার্ডেনরিচের বৈদ্যুতিন সামগ্রীর গুদাম