দু’দিন বৃষ্টির পর স্বস্তি উধাও। অস্বস্তিকর গরমে নাকাল রাজ্যবাসী। তবে এই পরিস্থিতির মধ্যে আবার সামান্য হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। আগামী তিন ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন হাওয়া অফিসের কর্তারা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও পূর্বাভাস মিলেছে। আগামী ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও। বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। ৯ এপ্রিল থেকেই মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তিলোত্তমার আকাশ এমনই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে।

আরও পড়ুন-মধ্যস্থতাকারীর নাম চাইল মাওবাদীরা, প্রকাশ্যে আটক জওয়ানের ছবি

বুধবার সকাল সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তি বোধ হচ্ছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এটিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।
