Monday, November 10, 2025

প্রকাশ্যে গুলি করে যুবককে খুন, ভোটের আগে উত্তপ্ত কোচবিহার,

Date:

আর মাত্র কয়েকদিন পরেই বাংলায় চতুর্থ দফার নির্বাচন। আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। বুধবার মুখ্যমন্ত্রীর সভার শুরুর আগেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। মৃত ওই যুবকের গয়নার দোকান আছে। নিজের দোকানে সামনেই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। যদিও এই হত্যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কী না তা এখনও জানা যায়নি।  মৃত যুবকের নাম প্রাণতোষ সাহা । এদিকে এই হত্যার  ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা।  ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে।   অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বাইকে করে দুই যুবক সোনার ব্যবসায়ী প্রাণতোষ সাহার দোকানের সামনে আসে। এরপরেই  খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হেলমেট এবং মাস্কে মুখ ঢাকা ছিল তাই কাউকে দেখতে পায়নি স্থানীয়রা।  যে বাইকে  চেপে তারা এসেছিল সেটিতে কোনও নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে। তাই দুষ্কৃতীদের সম্পর্কে  সঠিক কোনও তথ্য এখনও পুলিশ সংগ্রহ করতে পারেনি। গোটা ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version