ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,৭৪৬.২১ (⬆️ ০.১৭%)

🔹নিফটি ১৪,৮৭৩.৮০ (⬆️ ০.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে বৃহস্পতিবার কিছুটা হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫৪ পয়েন্ট।

আরও পড়ুন:পূজালির রোড শো-এ জনজোয়ার, বজবজের মানুষের ভালবাসায় আপ্লুত অভিষেক

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৮৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৪.৪৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৪৬.২১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৫৪.৭৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮৭৩.৮০।

Advt

Previous articleপূজালির রোড শো-এ জনজোয়ার, বজবজের মানুষের ভালবাসায় আপ্লুত অভিষেক
Next articleডোমজুড়ের গদ্দারটার জামানত বাজেয়াপ্ত করে দিন, ডোমজুড়ের জনসভায় বললেন মমতা