Tuesday, May 6, 2025

বেলাগাম করোনা পরিস্থিতি, মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউনের সিদ্ধান্ত শিবরাজের

Date:

ফের গোটা দেশজুড়ে লাগামছাড়া হয়ে উঠছে করোনা সংক্রমণ(coronavirus)। পরিস্থিতির গুরুত্ব বুঝে নাইট কার্ফুর(night curfew) পথে হেঁটেছিল মধ্যপ্রদেশের(Madhya Pradesh) শিবরাজ সিং চৌহানের(Shivraj Singh Chauhan) সরকার। তবে এই পদক্ষেপে বিশেষ কাজ না হওয়ায় এবার সরাসরি লকডাউনের পথে হাঁটল এই রাজ্য। বৃহস্পতিবার ঘোষণা করে দেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার সন্ধ্যে ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত লকডাউন জারি থাকবে মধ্যপ্রদেশের সমস্ত শহরাঞ্চলে। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সম্প্রতি এ প্রসঙ্গে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হিন্দিতে সেই টুইটে তিনি লেখেন, ‘প্যানডেমিক পরিস্থিতিতে নজর রেখে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নির্দিষ্ট সময় অন্তর হাত স্যানিটাইজ করার অনুরোধ করছি। করোনা আক্রান্ত না হওয়াই আপাতত রাজ্যের পক্ষে উপকারী হবে।’ পাশাপাশি লকডাউন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিপর্যয় মোকাবিলা দফতরের বৈঠকের পরই যে শহরগুলিতে করোনা সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সেই শহরগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বড় শহরগুলিতে কন্টেনমেন্ট জোনন ঘোষণা করা হচ্ছে।’

পাশাপাশি গোটা পরিস্থিতি নজরে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। করোনা রোগীর চিকিৎসার জন্য আপাতত সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রাখা হচ্ছে। কেবলমাত্র বিশেষ প্রয়োজনে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হবে। সেইসঙ্গে এই মুহূর্তে রাজ্যে এক লক্ষ কোভিড শয্যার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:মমতা সরকারের একমাত্র লক্ষ্য বাংলার মানুষের পাশে দাঁড়ানো, সপ্তগ্রামে বার্তা শতাব্দীর

উল্লেখ্য, গত বুধবারই রাজ্য সরকারের তরফে সমস্ত শহরাঞ্চল গুলিতে প্রতি রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে সমস্ত সরকারি অফিস আগামী তিন মাসের জন্য সপ্তাহে ৫ দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে পরিস্থিতি যে এতে সামাল দেওয়া সম্ভব হবে না তা অনুমান করেই এবার সোমবার পর্যন্ত লকডাউনের পথে হাঁটল মধ্যপ্রদেশ সরকার।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version