Saturday, January 31, 2026

তারকাদের পাশে পাবেন না: বেহালায় পায়েল-শ্রাবন্তীর নাম না করে কটাক্ষ মমতার

Date:

Share post:

বেহালা দুটি কেন্দ্র পূর্ব এবং পশ্চিমে এবার টালিগঞ্জের দুই তারকাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে (Bjp) যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti CHatterjee) ও পায়েল সরকার (Payel Sarkar)। তাদেরকেই বেহালা পূর্ব-পশ্চিমের দায়িত্ব দিয়েছে পদ্ম শিবির। শেষবেলার প্রচারে বেহালা (Behala) পূর্ব এবং পশ্চিমে দুই দলীয় প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chattopadhyay) ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay)হয়ে প্রচার করতে গিয়ে বিজেপি-র দুই তারকা প্রার্থীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapahyay) ৷ তিনি অভিযোগ করেন, জিতলে এই তারকাদের পাশে পাবেন না স্থানীয় বাসিন্দারা৷ বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে পায়েল সরকারকে ৷ আর বেহালা পশ্চিমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবিরের হয়ে লড়ছেন শ্রাবন্তী।

বেহালা পূর্ব এবং পশ্চিমের দুই দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন মমতা৷ সেই সভা থেকেই নাম না করে বিজেপির দুই তারকা প্রার্থীকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, “পার্থদা আপনার ঘরের ছেলে, সবসময় পড়ে থাকে৷ আর কোথা থেকে দুটোকে জুটিয়ে নিয়ে এসেছে, কোনও দিনও পাবেন? রত্না কাজের মেয়ে”।

নয়ের দশকে যখন মমতা মার খেয়েছিলেন সেই সময়ের কথা উল্লেখ করে বলেন, “রত্না তখন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিল”৷ তিনি বলেন, বেহালার মানুষ যেন তাঁকে না ফেরায়, তাহলে দুই- তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কী করে পাবেন তিনি?

বেহালার জন্য তিনি কী কী করেছেন, এ দিন তারও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী৷ জোকা- বিবাদী বাগ মেট্রো প্রকল্প থেকে শুরু করে বেহালার জলনিকাশি সব বিষয়ের কাজের খতিয়ান দেন মমতা। শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে টেনে না আনলেও তৃণমূল নেত্রী বলেন, “গদ্দার, মীরজাফররা চলে গেছে আমি খুশি, একটা গেলে আমি একশোটা তৈরি করে নেব”৷

আরও পড়ুন:প্রথম ম‍্যাচ থেকেই জয় চাইছেন কোহলি, দল নিয়ে আশাবাদী বিরাট

বেহালা পূর্বে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় বেহালা পূর্বে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিপরীতে শোভনকে প্রার্থী করে পারিবারিক কোন্দলকে ভোটের বাজারে আনতে চায়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী হতে না পেরে বিজেপি ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পায়েল ও পশ্চিমে হেভিওয়েট প্রার্থীর পার্থ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে শ্রাবন্তী ইভিএমে কতটা ছাপ ফেলতে পারেন, তার জন্য অপেক্ষা করতে হবে দোসরা মে পর্যন্ত।

Advt

spot_img

Related articles

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...