বাংলায় হু হু করে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ৩৬৪৮

বাংলাতেও এবার কি তবে করোনার দ্বিতীয় ঢেউ? হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৪৮ জন। বৃহস্পতিবারও  এই সংখ্যা ছিল প্রায় ২৮০০। অর্থাৎ একদিনে সংক্রমণ বাড়ল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের ৮ জনের। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা।

বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। এই আবহেই এবার পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই সংক্রমণ ধীরে-ধীরে বাড়তে শুরু করে। চলতি বছরের শুরুর দিকেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোভিড গ্রাফ নিম্নমুখী থাকায় স্বস্তিতে ছিলেন রাজ্যবাসী। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ভোট শুরু হতেই লাফিয়ে-লাফিয়ে বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩৬৪৮ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪৬ জন। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন- হাওড়ায় ভয়মুক্ত ভোট করতে নন্দীগ্রাম-মডেলে বিশেষ IPS পাঠালো কমিশন

Advt

Previous articleহাওড়ায় ভয়মুক্ত ভোট করতে নন্দীগ্রাম-মডেলে বিশেষ IPS পাঠালো কমিশন
Next articleপ্রচারের মধ্যেই শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ব্যক্তি, তারপর কী হল