Wednesday, May 14, 2025

বিজেপি ১০০ পার করতে পারবে না, অডিও ক্লিপ বিতর্কে জল ঢেলে ফের দাবি পিকের

Date:

প্রশান্ত কিশোরের পুরানো একটি অডিও ক্লিপের অংশ নিয়ে বিজেপি রাজনীতি শুরু করতেই কড়া বিবৃতিতে সব জল্পনায় জল ঢেলে দিলেন খোদ পিকে। টুইট করে জানিয়ে দিলেন, ‘আবার বলছি বিজেপি ১০০ পার করবে না।’ চতুর্থ দফা নির্বাচনের দিন বিজেপির প্রকাশিত অডিও ক্লিপ ও প্রশান্ত কিশোরের টুইটকে কেন্দ্র করে শুরু হল নয়া কাজিয়া।

‘বঙ্গ নির্বাচনে বিজেপি ১০০ পার করতে পারবে না।’ নির্বাচনের বহু আগেই একথা জানিয়ে টুইট করেছিলেন বঙ্গে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। এখনও তাঁর টুইটার পিন টু টপ পোস্ট -বিজেপি ১০০-র গণ্ডী পেরোতে পারবে না। এরই মাঝে একটি নতুন অডিও ক্লিপ সামনে এনেছে বিজেপি। যেখানে মোদির গুরুত্বের কথা বলতে শোনা যাচ্ছে পিকেকে। কথা বলছেন মেরুকরণ নিয়েও। এহেন পরিস্থিতে অবশ্য মাথা ঠাণ্ডা রেখেই ফের বিবৃতি দিলেন পিকে। যেখানে তিনি বলেছেন, ‘বিজেপি যে আমার ক্লাবহাউজ চ্যাটকে তাদের নেতাদের কথার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে এই কারণে আমি খুশি। তবে তাদের পুরো চ্যাটটা সামনে আনা উচিত।’ এরপর তিনি ফের বলেন, ‘আমি আমার আগের মন্তব্যেই স্থির থাকছি। বিজেপি কোনও ভাবেই বাংলায় ১০০ পেরোবে না।’

আরও পড়ুন:প্রথমবার ভোট দিতে এসে কোচবিহারের শীতলকুচিতে খুন তরুণ

উল্লেখ্য, বিজেপির তরফে একটি অডিও সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। অমিত মালব্যর ফাঁস করা সেই অডিও ক্লিপে একটি ক্লাব হাউজ চ্যাটে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যাচ্ছে বাংলা‌য় বাম-কংগ্রেস-তৃণমূল সব দলই তোষণের রাজনীতি করেছ। পাশাপাশি এও দাবি করা হচ্ছে, এই নির্বাচনে তফশিলি ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নরেন্দ্র মোদির গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়েছে ওই ক্লাবহাউজ চ্যাটে। যদিও ওই অডিওর সত্যতা বিচার করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ঘটনার পর পিকের দাবি, অর্ধেক নয় পুরো চ্যাটটা প্রকাশ্যে আনা হোক। এদিকে এই অডিওকে হাতিয়ার করে ভোট ময়দানে ফায়দা তুলতে মাঠে নেমেছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘প্রশান্ত কিশোর জানেন সোনার বাংলা হবে, তবু তিনি তৃণমূলের সহযোগী।’ যদিও এই সমস্ত দাবিকে সম্পূর্ণ খারিজ করে নিজের বক্তব্যে অনড় পিকে।

Related articles

৫২তম প্রধান বিচারপতি পদে বি আর গভাই, শপথের পরে শুনলেন মামলাও

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বি আর গভাই (CJI B R Gavai)। প্রাক্তন প্রধান...

“বিরাট সিদ্ধান্তে” একটুও অবাক হননি সুনীল গাভাসকর

গত সোমবার হঠাত্ই টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপর থেকেই হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বরু প্রাক্তন...

ভারতীয় সেনার অভিযান নিয়ে অপপ্রচার, চিনের সরকারি সংবাদসংস্থার এক্স হ্যান্ডেল ব্লক নয়াদিল্লির 

পাকিস্তানের পর এবার বেজিংকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ভারতীয় সেনার (Indian Army) 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) নিয়ে লাগাতার...

আন্দামানে ঢুকলো মৌসুমী বায়ু, রাজ্যজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস 

নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে...
Exit mobile version