Tuesday, November 11, 2025

শুরু হল চতুর্থ দফার নির্বাচন, ৫ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ চলছে

Date:

Share post:

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচন ২০২১    (West Bengal Assembly Election 2021) এর চতুর্থ দফার ভোটগ্রহণ । এই দফায় ৫ জেলায় মোট ৪৪ টি আসনে ভোট নেওয়া হচ্ছে।

এই দফায় কলকাতার একটি অংশেও ভোটগ্রহণ চলছে। কলকাতা পুলিশের আওতায় রয়েছে এমন ২৩৪৩টি কেন্দ্রে ভোট হচ্ছে। চতুর্থ দফায় মোট ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় থাকছে ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হয়েছে ৪ হাজার অতিরিক্ত পুলিশ। বুথ ও বুথ চত্বরে জারি কড়া হয়েছে ১৪৪ ধারা। কলকাতা পুর এলাকায় বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্য বিধানসভায় বুথ ও বুথের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে।

আলিপুরদুয়ারে মোতায়েন হয়েছে ৯৯ কোম্পানি বাহিনী।বারুইপুরে ৪৫ কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৪ কোম্পানি‌। কোচবিহারে ১৮৮ কোম্পানি। ডায়মন্ডহারবারে ৩৯ কোম্পানি। হুগলি গ্রামীণ অঞ্চলে ৯১ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ১০৩ কোম্পানি। হাওড়া গ্রামীণে ৩৭ কোম্পানি। জলপাইগুড়িতে ৬ কোম্পানি এবং কলকাতা পুলিশ কমিশনারেট ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত তিন দফা নির্বাচনের মতোই যে এলাকায় একটি বুথ সেখানে ৪ জন জওয়ান থাকবেন। আর যেখানে ২ থেকে ৪টি বুথ আছে সেখানে ৮জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ৫ থেকে ৮টি বুথ রয়েছে এমন ভোটকেন্দ্রে থাকবে ১২ জন কেন্দ্রীয় বাহিনী।

গত তিন দফায় ভোটগ্রহণের দিন কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে। তাই এবার গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করে কয়েক জায়গায় দিন দুয়েক আগে থেকেই চিরুনি তল্লাশি চালানো হয়েছে বলে খবর। কলকাতার বুথ গুলির জন্য থাকছে ৯৪টি কুইক রেসপন্স টিম। রাস্তায় টহল দেবে ৭৫টি আরটি ভ্যান। থাকবে ১২০টির বেশি সেক্টর মোবাইল।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...