Thursday, November 13, 2025

বাঙালির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম চায়ের আড্ডা। আর সেই আড্ডাকে জমিয়ে দিতে বাজারে এল অনীর গ্রুপের(Aneer group) নতুন দার্জিলিং চা(Darjeeling tea) ‘জিয়াভরালি'(Jiabharali)। বাঙালি তথা ভারতবাসীকে দার্জিলিংয়ের স্বনামধন্য বিশ্বখ্যাত চায়ের স্বাদ দিতে প্রস্তুত এই জিয়াভরালি। সংস্থার দাবি, স্বাদে গন্ধে অতুলনীয় নতুন এই দার্জিলিং চা। যা আপনার সকালকে করে তুলবে আরো সুন্দর। ইন্দ্রনীল ভাদুড়ি ও জয়দীপ গঙ্গোপাধ্যায়ের যৌথ উদ্যোগে বঙ্গ তথা দেশের বাজারে আসতে চলেছে অভিনব এই দার্জিলিং চা।

সংস্থার অন্যতম কর্ণধার জয়দীপ গঙ্গোপাধ্যায় জানান, ‘দার্জিলিঙে প্রথম সারির যে কয়েকটি চা সংস্থা রয়েছে তাদের অধিকাংশ চা রপ্তানি করা হয় বিদেশে। ভারতের বাজারে খুব অল্প সংখ্যক চা পাওয়া যায়। সেই ‘দেবভোগ্য’ চায়ের স্বাদ যাতে বাঙালি ও ভারতবাসী পেতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ।’ যতটা সম্ভব কম দামে উৎকৃষ্ট মানের এই চা দেশের বাজারে মধ্যবিত্তের হাতে তুলে দিতে আগ্রহী অনীর গ্রুপ। আগামী ১ বৈশাখ ই-কমার্স সাইটের মাধ্যমে এই চা কিনতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি অফলাইনে শহরের বেশ কিছু হোটেল ও ক্যাফেতে এই চায়ের স্বাদ পাওয়া যাবে। মূলত দুটি কোয়ালিটির চা বাজারজাত করার পরিকল্পনা নিয়েছেন এই সংস্থা। যার একটি ‘দার্জিলিং ফাস্ট ফ্লাস সিঙ্গেল স্টেট রেয়ার কালেকশন’ এবং দ্বিতীয়টি হলো ‘ওল্ড ক্লাসিক ট্রাডিশনাল দার্জিলিং ব্যারিয়েটো(মেঘের দেশের চা)’। মধ্যবিত্ত মানুষ যাতে অসামান্য এই চায়ের স্বাদ নিতে পারেন তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’র পাশাপাশি ‘ইএমআই’ সুবিধা রাখা হচ্ছে সংস্থার তরফে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version