Tuesday, August 26, 2025

বাঙালির একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম চায়ের আড্ডা। আর সেই আড্ডাকে জমিয়ে দিতে বাজারে এল অনীর গ্রুপের(Aneer group) নতুন দার্জিলিং চা(Darjeeling tea) ‘জিয়াভরালি'(Jiabharali)। বাঙালি তথা ভারতবাসীকে দার্জিলিংয়ের স্বনামধন্য বিশ্বখ্যাত চায়ের স্বাদ দিতে প্রস্তুত এই জিয়াভরালি। সংস্থার দাবি, স্বাদে গন্ধে অতুলনীয় নতুন এই দার্জিলিং চা। যা আপনার সকালকে করে তুলবে আরো সুন্দর। ইন্দ্রনীল ভাদুড়ি ও জয়দীপ গঙ্গোপাধ্যায়ের যৌথ উদ্যোগে বঙ্গ তথা দেশের বাজারে আসতে চলেছে অভিনব এই দার্জিলিং চা।

সংস্থার অন্যতম কর্ণধার জয়দীপ গঙ্গোপাধ্যায় জানান, ‘দার্জিলিঙে প্রথম সারির যে কয়েকটি চা সংস্থা রয়েছে তাদের অধিকাংশ চা রপ্তানি করা হয় বিদেশে। ভারতের বাজারে খুব অল্প সংখ্যক চা পাওয়া যায়। সেই ‘দেবভোগ্য’ চায়ের স্বাদ যাতে বাঙালি ও ভারতবাসী পেতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ।’ যতটা সম্ভব কম দামে উৎকৃষ্ট মানের এই চা দেশের বাজারে মধ্যবিত্তের হাতে তুলে দিতে আগ্রহী অনীর গ্রুপ। আগামী ১ বৈশাখ ই-কমার্স সাইটের মাধ্যমে এই চা কিনতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি অফলাইনে শহরের বেশ কিছু হোটেল ও ক্যাফেতে এই চায়ের স্বাদ পাওয়া যাবে। মূলত দুটি কোয়ালিটির চা বাজারজাত করার পরিকল্পনা নিয়েছেন এই সংস্থা। যার একটি ‘দার্জিলিং ফাস্ট ফ্লাস সিঙ্গেল স্টেট রেয়ার কালেকশন’ এবং দ্বিতীয়টি হলো ‘ওল্ড ক্লাসিক ট্রাডিশনাল দার্জিলিং ব্যারিয়েটো(মেঘের দেশের চা)’। মধ্যবিত্ত মানুষ যাতে অসামান্য এই চায়ের স্বাদ নিতে পারেন তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’র পাশাপাশি ‘ইএমআই’ সুবিধা রাখা হচ্ছে সংস্থার তরফে।

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version