চতুর্থ দফায় ভোটের দিন শীতলকুচির হত্যাকাণ্ডে রক্তে ভিজেছে বাংলার নির্বাচন। নিরস্ত্র ব্যক্তিদের উপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যেবাসী। রবিবার মৃতের পরিবারে সঙ্গে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। কালো ব্যাজ পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন জেলার তৃণমূল নেতৃত্ব। আর এরই মাঝে দিলীপের এই বিস্ফোরক মন্তব্যে ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে।
দিলীপের মন্তব্যে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ‘মানুষের দৈনন্দিন সমস্যার বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এ ধরনের কথাবার্তা বলেছেন দিলীপ ঘোষ’।