এই দাবিতে রবিবার আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ দেখালেন উত্তর কলকাতার একঝাঁক তরুণতরুণী। দেওয়া হল স্মারকলিপি। বাবান সোম, অমৃতা মুখোপাধ্যায়, দেবদ্যুতি দেবরা যেমন ছিলেন, তেমনই ছিলেন জয় মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, সৌরভ রায়রা। থানার সামনে সভা হয়। বক্তারা বলেন,” বাংলার সংস্কৃতিতে ইভটিজিং প্রমোট করছেন মোদি।” প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ান তাঁরা।
পুলিশ আধিকারিকরা জানান নিয়মমত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁরা অভিযোগ নিতে পারেন না। তবে এই স্মারকলিপি তাঁরা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিচ্ছেন। বিক্ষোভকারীরাও জানান তাঁরা কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিচ্ছেন।
আরও পড়ুন:‘কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে,’ বিস্ফোরক দিলীপ