Sunday, May 4, 2025

টিকার অভাবে বহু সেন্টার বন্ধ, ওদিকে মোদির ডাকে শুরু ‘টিকা উৎসব’, কটাক্ষ রাহুলের

Date:

দেশের বহু রাজ্যেই প্রকটভাবে করোনা- ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। মুম্বই, পুনে তো বটেই, আরও একাধিক জায়গায় টিকাকরণ কেন্দ্র বন্ধই করে দিতে হয়েছে ভ্যাকসিন এর অভাবে। পশ্চিমবঙ্গেও এমন আশঙ্কা মাথাচাড়া দিতে পারে যে কোনও মুহুর্তে৷ ওদিকে, প্রধানমন্ত্রীর (PM MODI) ডাকে আজ থেকে শুরু হয়েছে ‘টিকা উৎসব’à§·

দেশজুড়ে করোনা-গ্রাফ আকাশ ছুঁতে চলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। আর সেই সময়ই অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের৷ ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রীয় সরকার করতে না পারায় একের পর এক বন্ধ হচ্ছে ভ্যাকসিনেশন- সেন্টার৷ চাহিদা অনুসারে ভ্যাকসিন যোগানোর পরিবর্তে দেশজুড়ে ‘টিকা উৎসব’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আজ রবিবার থেকে একাধিক রাজ্যে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে, প্রধানমন্ত্রীর ডাকা এই টিকা উৎসবের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (RAHUL GANDHI)à§· রাহুল বলেছেন, “যখন দেশে ভ্যাকসিনের অভাব তৈরি হয়েছে, তখন এই ‘উৎসব’ কেন ? ভ্যাকসিন সরবরাহ করার দিকে মন দিক কেন্দ্র৷ তাছাড়া টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কখনই কোনও উৎসব হতে পারেনা৷”

করোনা’র সংক্রমণ ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে দিনকয়েক আগে এক বৈঠক করেন মোদি৷ ওই বৈঠকেই এই টিকা উৎসবের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, à§§à§§ এপ্রিল জ্যোতিবা ফুলের জন্মদিন, আর ১৪ এপ্রিল বাবা সাহেবের জন্মদিন। তাই à§§à§§ থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে টিকাকরণের উৎসব হবে৷ মোদি বলেছিলেন, যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য এই বিশেষ অভিযান চলবে এবং খেয়াল রাখতে হবে, ভ্যাকসিনের একটা ডোজও যাতে নষ্ট না হয়৷ মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার থেকেই উত্তর প্রদেশ ও বিহারে এই টিকাকরণের উৎসব চলছে৷

আরও পড়ুন:ওওওও দিদিই… মোদির বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ, থানা পাঠাচ্ছে কমিশনে

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...
Exit mobile version