Thursday, November 6, 2025

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

Date:

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও প্রকাশ্যে বিজেপির কোন্দল। দলের ভাবমূর্তি রক্ষায় হিমশিম নেতৃত্ব। তবে দিলীপ ঘোষের পথে রাজ্যের নতুন ধর্মীয় পর্যটনের প্রশংসায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। এমনকি দিঘায় মন্দির দর্শনে যাওয়ার কথাও জানান তিনি।

রাজ্যের নব্য বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চরম অস্বস্তিতে বিজেপি শিবির। সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) প্রকাশ্যে বিরোধিতা করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির। তবে বিজেপি যে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য পেশ নিয়ে ব্যবস্থা নিতে চলেছে বলেও মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান। তারই মধ্যে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়ে রাজ্যের উদ্যোগের প্রশংসায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। তিনি জানান, জগন্নাথ মন্দির করেছেন মুখ্যমন্ত্রী। আমরা একে সাধুবাদ জানাচ্ছি। জগন্নাথ মন্দির মানে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন। পশ্চিমবঙ্গের মানুষরা আসবেন। বিদেশিরা এখানে এসে জগন্নাথের দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পর্যটন বাড়বে। এখানে কিছু মানুষের কর্মসংস্থান বাড়বে, খুবই ভালো।

দিলীপ ঘোষ নিজের মতেই জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন। এবং স্পষ্ট করে দিয়েছিলেন তিনি এই কাজ করে কোনও অন্যায় করেননি। তাঁরই পথে দিঘায় জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) যাওয়ার কথা জানালেন খগেন মুর্মু। তিনি জানান, প্রভু জগন্নাথের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। দিঘাতে গেলে অবশ্যই যেতে হবে। হিন্দু হিসাবে আশীর্বাদ নিতে তো যেতেই হবে।

Related articles

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...
Exit mobile version