Monday, May 5, 2025

গণতন্ত্রের উৎসবে অংশ নিতে গিয়ে গণহত্যার বলি! বিচার চাইছে কোচবিহার

Date:

রক্তাক্ত চতুর্থ দফার ভোট। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে লাইনে দাঁড়ানো ৪ ভোটারের প্রাণ গিয়েছে। স্তব্ধ কোচবিহার। উত্তাল রাজ্য-রাজনীতি।

ঘটনায় সরব, ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার চেয়ে ঘটনাকে গণহত্যা বলেছে। ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে এককালীন সাহায্যের কথাও জানিয়েছেন। কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি বিজেপিকে অক্সিজেন দিয়েছিল। কিন্তু রবিবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে, সাহায্যের হাত বাড়িয়ে তিনি প্রকৃত মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে মরিয়া বিজেপি দিল্লিতে কমিশনের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানাল। অভিযোগ দেওয়ার পর বিজেপির কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নকভি জানান, ‘হিংসার রাজনীতি’ ছড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের ডাক দেওয়াতেই মানুষ প্ররোচিত হয়েছেন, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে। আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে। পালটা তৃণমূল কংগ্রেস বলেছে, গণহত্যার জবাব মানুষ ব্যালটেই দেবে।

কেন্দ্রীয় বাহিনীর এই হত্যালীলার বিচার চাইছে কোচবিহারের মানুষ। রবিবার মৃতদেহ নিয়ে মিছিলে থেকেও সেই আওয়াজ। শক্ত চোয়াল। থমথমে পরিবেশ। তারমধ্যেও অন্য লড়াইয়ের প্রস্তুতি। কেরল থেকে দৌড়ে এসে গণতন্ত্রের উৎসবে অংশ নিতে গিয়ে শেষে ‘গণহত্যা’র বলি!

 

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...
Exit mobile version