পরবর্তী ৪ দফায় রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের

রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী৷ শীতলকুচির ঘটনার পর বড় সিদ্ধান্ত কমিশনের৷

শীতলকুচি-পরবর্তী পরিস্থিতিতে আরও এত সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন (Election Commission) ৷ এখনও বাকি ৪ দফা বিধানসভা নির্বাচন (WBVote) সুষ্ঠু ও অবাধ করতে রাজ্যে আনা হচ্ছে আরও কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সূত্রের খবর, আরও ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে।শীতলকুচির মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, বাংলায় আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। এই সিদ্ধান্তের পরই জরুরি ভিত্তিতে রাজ্যে ২-১ দিনের মধ্যেই আসছে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ৭১ কোম্পানির মধ্যে রয়েছে:

◾ BSF – ৩৩ কোম্পানি
◾ CRPF – ১২ কোম্পানি
◾ ITBP – ১৩ কোম্পানি
◾ SSB – ৯ কোম্পানি
◾ CISF – ৪ কোম্পানি৷

আরও পড়ুন-‘দায় আমাদেরও, ভোট প্রচারেই সংক্রমণ বৃদ্ধি’, আত্মসমালোচনা সোনিয়া গান্ধীর

পরবর্তী ৪ দফার ভোটে প্রায় কেন্দ্রই মুড়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে৷
প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পরের তিন দফার ভোট হবে ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। ২ মে ভোটগণনা। শেষ ৪ দফার নির্বাচন ঘটনামুক্ত করতেই এই বাড়তি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনছে নির্বাচন কমিশন।

Advt

Previous articleভাটপাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা
Next article“শীতলকুচিতে গণহত্যা হয়েছে”: নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা মমতার