Sunday, August 24, 2025

দীপ্সিতা-মীনাক্ষি নিয়ে কুরুচিকর মিম, কড়া জবাব দিলেন খোদ প্রার্থী এবং শ্রীলেখা

Date:

একুশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম-এর একঝাক তরুণ প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। একদিকে তৃণমূল-বিজেপি যখন সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করছে ঠিক এমন সময় অন্যদিকে সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা ধর এবং মীনাক্ষি মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

মিমে রয়েছে বিজেপির প্রার্থী শ্রাবন্তী-পায়েল যাঁদের ‘সেক্সি ননদ-বৌদি’ বলা হয়েছে। সেখানে রয়েছে মিমি-নুসরত তাঁদের “স্টাইলিশ দিদি-বোন” বলা হয়েছে। ওই একই ছবিতে রয়েছেন সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা এবং মীনাক্ষি যাঁদের বলা হয়েছে “কাজের মাসি”। এমন কুরুচিকর মিমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে খোদ সিপিআইএম প্রার্থী দীপ্সিতা। এবং বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও বহু নেটিজেনরা এই পোস্টটির চরম বিরোধিতা করেছেন।

আরও পড়ুন-ফের বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল আমেরিকা, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

ফেসবুকে একটি পোস্টে দীপ্সিতা লিখেছেন, “বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে “কাজের মাসি” লিখেছে।

এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। আমাদের নির্বাচনের সময় মমতা ব্যানার্জী-র মত মিথ্যার বেসাতি করে বলতে হয়না- “আপনার বাড়ির বাসন মেজে দেব”। গৃহপরিচারিকাদের জন্য, লকডাউনে তাদের বেতনের জন্য, তাদের সুরক্ষার প্রশ্নে দাবীদাওয়ার লড়াই বামপন্থীরা করেছে ও করবে।

সব শেষে একটা কথা-
” ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে”

বাম সমর্থক শ্রীলেখা লিখেছেন, “ওই সো কলড সেক্সি ননদ, বউদি, দিদি, বোনকে ১ লক্ষ দিয়ে গুণ করে একটা একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুক দেখি তবে মুরোদ বোঝা যাবে। এটাতে আবারও এদের কদর্য রুচির পরিচয় পাওয়া গেল। খেলা হবে আর রগড়ে দেব যাদের ভাষা, তাদের থেকে এছাড়া আর কী হবে?”

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version