Sunday, August 24, 2025

ভোটবঙ্গের কী মহিমা! তৃণমূলের মদনের পর এবার বিজেপির সব্যসাচীর প্রচারে বলিউড অভিনেত্রী

Date:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) আর কী-বা দেখার বাকি রইল! প্রার্থীদের প্রচারে একের পর এক চমক। কিন্তু এবার যা ঘটল, তা কার্যত নজিরবিহীন। প্রচারকে আকর্ষণীয় করে তুলতে এমনও ঘটতে পারে, তা সম্ভবত কেউ ভাবেননি!

মাত্র কয়েকদিনের ব্যবধান, শাসক তৃণমূলের (TMC) পর এবার বিরোধী বিজেপির (BJP) প্রচারেও একই মুখ! দুই বিপরীত রাজনৈতিক মেরুর প্রার্থীর হয়ে ভোট চাইলেন বলিউড তারকা (Bollywood Star)। ঘটনা কলকাতার উপকণ্ঠের।

গত ৫ এপ্রিল কামারহাটিতে (Kamarhati) রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মদন মিত্রর (Madan Mitra) হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন বলিউডের গ্ল্যামার গার্ল মহিমা চৌধুরীর (Mohima Chowdhury)। মদনের সেই রোড-শো’তে প্রার্থীর পাশে দাঁড়িয়ে শিখিয়ে দেওয়া বুলি “খেলা হবে” স্লোগানও দেন মহিমা। আর রোড-শো শেষে মদন মিত্র জানিয়ে ছিলেন, রাজ্যে পরিবর্তনের বছর ২০১১ সালে তাঁর হয়ে এই কামারহাটিতেই প্রচার করতে এসেছিলেন মহিমা চৌধুরী। এবং সেবার সহজ জয় পেয়েছিলেন বছর।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

সেই মহিমা চৌধুরী মাত্র ৬দিনের ব্যবধানে জোরদার প্রচার করলেন বিধাননগরের (Bidhannagar) বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) সমর্থনে। আজ, সোমবার দমদম পার্ক, দক্ষিণদাড়ি এলাকায় সকালে বিজেপি প্রার্থীর হয়ে রোড-শো করেন মহিমা। হুড খোলা জিপে পথ পরিক্রমা করতে করতে সব্যসাচীর পাশে দাঁড়িয়ে মহিমা বিধাননগরের প্রাক্তন মেয়রের কাজের ফিরিস্তি দেন। এবং সেটাও শিখিয়ে দেওয়া।

এদিন মহিমা বলেন, “এখানকার বিজেপি প্রার্থী যখন মেয়র ছিলেন, তখন সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই সব্যসাচী দত্তকে ভোট দিয়ে জেতান।” আবার মহিমাকে পাশে পেয়ে মদন মিত্রের মতোই বলেন, “আমি যখন যেখানে, মহিমা তখন সেখানে। এর আগে আমি যখন মেয়র ছিলাম, তখনও উনি প্রচার করতে এসেছিলেন।”

কিন্তু বাংলার ভোটে মহিমার মতো তারকা-ক্যাম্পেনারের এমন দ্বিচারিতা নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে। যেখানে যুযুধান দুই পক্ষ সম্মুখ সমরে, সেখানে একজন আইকন কীভাবে একই নির্বাচনে দুই বিপরীত রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে ভোট চাইতে পেতেন। সাধারণ মানুষ এমন প্রচারের পর দিশাহীন হয়ে পড়বেন। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলি ও তাদের প্রার্থীদের গ্রহণ যোগ্যতাও কমবে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version