ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৮,৫৪৪.০৬ (⬆️ ১.৩৮%)

🔹নিফটি ১৪,৫০৪.৮০ (⬆️ ১.৩৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে মঙ্গলবার ফের চড়চড়িয়ে বাড়লো দেশের শেয়ারবাজার। ৬৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৯৪ পয়েন্ট।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত! করোনা রুখতে আগামী ১৫ দিন মহারাষ্ট্রে জারি ‘জনতা কার্ফু’

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৬৬০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৬০.৬৮ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৫৪৪.০৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১৯৪ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৫০৪.৮০।

Advt

Previous articleসহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, আমি স্ট্রিট ফাইটার: মমতা
Next articleনির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে নতুন ভাবনার সময় এসেছে