Saturday, August 23, 2025

‘বিজেপির নির্দেশেই মমতার বিরুদ্ধে পদক্ষেপ’, ‘বাংলার বাঘিনী’র পাশে শিবসেনা

Date:

Share post:

বিজেপি নির্দেশ মেনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন ২৪ ঘন্টার জন্য তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সবটাই হয়েছে কেন্দ্রের শাসকদলের ষড়যন্ত্রের জেরে। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

সোমবার টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ আখ্যা দিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত লেখেন, ‘মমতা দিদির প্রচারের ওপর ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটা স্পষ্ট ভাবে কেন্দ্রের শাসকদলের নির্দেশে নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা ভারতের স্বতন্ত্র সংস্থার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উপর ন্যক্কারজনক হামলা। আমি বাংলার বাঘিনীর পাশে রয়েছি।’

উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছিল কমিশনের তরফে। যার একটি ছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও প্রসঙ্গ এবং অন্যটি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। এই দুই মন্তব্যের জেরে রাজ্য সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। অভিযোগের ভিত্তিতে গত ৭ এপ্রিল তৃণমূল নেত্রীকে পাঠানো হয় নোটিশ। ৯ তারিখ তার জবাব দেন মমতা। তবে মমতার উত্তরে সন্তুষ্ট না হওয়ার সোমবার ২৪ ঘন্টার জন্য তাঁর প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কমিশনের এহেন সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলে প্রতিবাদে ধরনায় বসার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তিনি।

আরও পড়ুন:দিলীপ ঘোষকে শোকজ নোটিস কমিশনের

এদিকে শুধু শিবসেনা নয় এই ঘটনার তীব্র নিন্দা করে মমতার পাশে এসে দাঁড়িয়েছে বামেরাও। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘যদি প্রচার বন্ধ করতে হয়, তবে শীতলকুচি মন্তব্যের জেরে দিলীপ ঘোষ, রাহুল সিনহা ও সায়ন্তন বসুর প্রচারও বন্ধের নির্দেশ দেওয়া উচিত। তবেই প্রমাণিত হবে, কমিশন পক্ষপাতিত্ব করছে না।’

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...