অক্ষর প্যাটেলের পর এবার করোনায়( corona) আক্রান্ত হলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার আনরিখ নর্টজে(anrich nortje ) । জানা গিয়েছে এই মুহূর্তে নিভৃতবাসে আছেন তিনি। বুধবার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে আনরিখের। যদিও দলের পক্ষ থেকে এখনও কোন বিবৃতি আসেনি।

দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলেননি আনরিখ। সেই সময় নিভৃতবাসে ছিলেন তিনি। নিভৃতবাসে থাকার কারণে সেই ম্যাচে খেলেননি আনরিখ। এরপর করোনা পরীক্ষা করা হয় তাঁর। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পন্থ বাহিনীর।

আরও পড়ুন:চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি
