Tuesday, May 13, 2025

দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে রাণাঘাট উত্তর, রাণাঘাট দক্ষিণ দুই বিধানসভাতে জনসভা করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। আর কামারহাটিতে দলীয় প্রার্থী মদন মিত্রের (Madan Mirta) সমর্থনে করেন রোড শো। আর সেখান থেকেই দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কটাক্ষ করেন অভিষেক। বলেন, ভারতে করোনা বাড়ছে। আর বিদেশে টিকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের মানুষের জন্য মাত্র ১ কোটি টিকা (Vaccine) রেখে বিভিন্ন দেশকে টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই টিকা থাকলে দেশে আরো বেশি পরিমাণ টিকাকরণ করা যেত।

আরও পড়ুন-বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

অভিষেক বলেন, নোট বন্দির নামে সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রেশনের লাইনে তুলে দেবেন। তিনি বাড়িতে পৌঁছে দেবেন রেশন। তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।

নদিয়া দুটি জনসভা শেষে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে নিয়ে কামারহাটি বিধানসভায় জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল থেকে ওল্ড নিমতা রোড বটতলা, মণ্ডল পাড়া পর্যন্ত রোড শো করেন অভিষেক। রীতিমতো জনজোয়ার দেখা যায় এই রোড শো-এ। তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি পা মেলান স্থানীয় বাসিন্দারাও। অভিষেক বলেন, বিভেদের রাজনীতি করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি ধর্মের ভিত্তিতে কোন ভেদাভেদ করেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী। অভিষেকের সঙ্গেই কামারহাটির মানুষ আওয়াজ তোলে, “বাংলা নিজের মেয়েকে চায়”।

Related articles

CBSE দ্বাদশের পরীক্ষায় রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ! সার্বিকভাবে এগিয়ে মেয়েরা 

মঙ্গলবার সকালে প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE class XII results) দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। চলতি...

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন ৩১ মাওবাদীকে...

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা নেপাল ভট্টাচার্য, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

চলে গেলেন বর্ষীয়ান CPIM নেতা নেপালদেব ভট্টাচার্য (Nepal Deb Bhattacharya)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত...

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...
Exit mobile version