Tuesday, August 26, 2025

লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে ফের লকডাউন মহারাষ্ট্রে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের জন্য। কিন্তু এই লকডাউনের মেয়াদ যে আবারও বাড়বে না তা এখনই নিশ্চিত করে বলা যায় না। তাই নতুন করে কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন মহারাষ্ট্রের শিল্পীরা।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর  (Federation of Western India Cine Employees) FWICE প্রেসিডেন্ট বি এন তিওয়ারি জানিয়েছেন, লকডাউনের সিদ্ধান্তে তাঁরা খুবই হতাশ।  কোনও ভাবে যদি রাজ্য সরকার তাঁদের কাজ করার কাজের অনুমতি দেয়, তাহলে ভাল হয়। গত বছরের লকডাউনের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি সবাই। তার মধ্যে আবারও নতুন করে লকডাউন । জীবন ও জীবিকা বাঁচানোই দায় হয়ে দাঁড়াচ্ছে মানুষের পক্ষে।  তিনি বললেন, ফিল্ম হোক বা টিভির শ্যুটিং, সবটাই খুব নিয়ম মেনে করা হচ্ছিল৷  সরকারের নির্দিষ্ট করে দেওয়া কোভিড বিধি মেনেই হচ্ছিল ফিল্ম বা টিভি সিরিয়ালের শুটিংয়ের কাজ চলছিল।  কিন্তু সম্পূর্ণ কাজ বন্ধের ফলে প্রচুর মানুষ সমস্যায় পড়বেন।  আবারো লকডাউনের জেরে  অমিতাভ বচ্চন অভিনীত ‘গুডবাই’, শাহরুখ খানের ‘পাঠান’, সলমন খান অভিনীত  ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিং আটকে গিয়েছে৷

টিভি অ্যান্ড ওয়েব উইং অফ ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি প্রোডিউসারস কাউন্সিল (TV & Web wing of Indian Films & TV Producers Council) IFTPC-র চেয়ারম্যান জেডি মাজেথিয়া রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিকল্প কিছু বন্দোবস্তের দাবি জানিয়েছেন তিনি।  তাঁর দাবি, দর্শকদের মনোরঞ্জনের জন্য আমরা সর্বদা ব্যস্ত। তাই আমাদের কাজকেও জরুরি পরিষেবা হিসেবে দেখা উচিত। গতবছর লকডাউনের জেরে সব কিছু বন্ধ ছিল৷ কিন্তু এবছর আবার তেমন কিছু ঘটলে বহু মানুষের রুজি রোজগারে টান পড়বে

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version